ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

রাতে দেশে ফিরছেন সাকিব!

  • পোস্ট হয়েছে : ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • 34

স্পোর্টস ডেস্ক : সাকিব ইস্যুতে রীতিমতো টালমাটাল দেশের ক্রিকেট। শনিবার রাতে একটি ফেসবুক লাইভে বিসিবিকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন সাকিব। যার প্রেক্ষিতে সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তি পর্যন্ত চলছে নানান আলোচনা।

এরই মধ্যে এলো নতুন খবর। আজ রাতেই দেশে ফিরছেন সাকিব। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টার ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে আসছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, আইপিএল-এ খেলা নিশ্চিত করতেই তার দেশে ফেরা। আইপিএল শুরু হবে আগামী ৯ এপ্রিল। যেখানে তার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা। যদিও একটি ফেসবুক লাইভে বিসিবি পরিচালক আকরাম খানকে নিয়ে মন্তব্য করার পর সাকিবকে দেওয়া ছাড়পত্র পুনর্বিবেচনা করা হবে জানিয়েছে বিসিবি।

আইপিএলে খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুরও করেছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র যান সাকিব। এ কারণে নিউজিল্যান্ড সফরের দলেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার।

মা শিরিন রেজাকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা করেন টাইগার অলরাউন্ডার। সেখানে গত ১৫ মার্চ সোমবার পুত্র সন্তান জন্ম নেয় তার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন টাইগার অলরাউন্ডার। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালকের বিপক্ষে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন। এ নিয়ে সরগরম গোটা ক্রিকেটাঙ্গন। দেশ ছাড়িয়ে বিদেশি গণমাধ্যমেও উঠে এসেছে সাকিবের কথা।

লাইভ অনুষ্ঠানে সাকিব জানান, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আর পরিচালক খালেদ মাহমুদ সুজন ছাড়া কেউই ক্রিকেটের স্বার্থে কাজ করছেন না। বোর্ডের কার্যক্রম চলছে দায়সারাভাবে। এমনকি জাতীয় দলের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটও ক্রিকেটার তৈরির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারছে না।

সাকিবের এমন মন্তব্যের জেরে গতকাল রোববার নিজ বাসায় বৈঠকে ডাকেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সন্দেহ নেই লাইভে ক্রিকেট বোর্ড নিয়ে এমন আপত্তিকর কথার কারণে বিপাকেই পড়তে পারেন টাইগার ক্রিকেটার এই তারকা।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাতে দেশে ফিরছেন সাকিব!

পোস্ট হয়েছে : ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : সাকিব ইস্যুতে রীতিমতো টালমাটাল দেশের ক্রিকেট। শনিবার রাতে একটি ফেসবুক লাইভে বিসিবিকে নিয়ে বিস্ফোরক সব মন্তব্য করেছেন সাকিব। যার প্রেক্ষিতে সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে শুরু ক্রিকেট বোর্ডের কর্তাব্যক্তি পর্যন্ত চলছে নানান আলোচনা।

এরই মধ্যে এলো নতুন খবর। আজ রাতেই দেশে ফিরছেন সাকিব। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টার ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে আসছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) লজিস্টিক সাপোর্টের দায়িত্বে থাকা কর্মকর্তা ওয়াসিম খান এই খবর নিশ্চিত করেছেন।

সূত্রের খবর, আইপিএল-এ খেলা নিশ্চিত করতেই তার দেশে ফেরা। আইপিএল শুরু হবে আগামী ৯ এপ্রিল। যেখানে তার কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা। যদিও একটি ফেসবুক লাইভে বিসিবি পরিচালক আকরাম খানকে নিয়ে মন্তব্য করার পর সাকিবকে দেওয়া ছাড়পত্র পুনর্বিবেচনা করা হবে জানিয়েছে বিসিবি।

আইপিএলে খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। বিসিবি তার ছুটি মঞ্জুরও করেছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে যুক্তরাষ্ট্র যান সাকিব। এ কারণে নিউজিল্যান্ড সফরের দলেও নেই বিশ্বসেরা অলরাউন্ডার।

মা শিরিন রেজাকে নিয়ে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা ছাড়েন সাকিব। সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওয়ানা করেন টাইগার অলরাউন্ডার। সেখানে গত ১৫ মার্চ সোমবার পুত্র সন্তান জন্ম নেয় তার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন টাইগার অলরাউন্ডার। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন পরিচালকের বিপক্ষে দায়িত্বে অবহেলার অভিযোগ এনেছেন। এ নিয়ে সরগরম গোটা ক্রিকেটাঙ্গন। দেশ ছাড়িয়ে বিদেশি গণমাধ্যমেও উঠে এসেছে সাকিবের কথা।

লাইভ অনুষ্ঠানে সাকিব জানান, বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন আর পরিচালক খালেদ মাহমুদ সুজন ছাড়া কেউই ক্রিকেটের স্বার্থে কাজ করছেন না। বোর্ডের কার্যক্রম চলছে দায়সারাভাবে। এমনকি জাতীয় দলের হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটও ক্রিকেটার তৈরির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত করতে পারছে না।

সাকিবের এমন মন্তব্যের জেরে গতকাল রোববার নিজ বাসায় বৈঠকে ডাকেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সন্দেহ নেই লাইভে ক্রিকেট বোর্ড নিয়ে এমন আপত্তিকর কথার কারণে বিপাকেই পড়তে পারেন টাইগার ক্রিকেটার এই তারকা।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: