ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মজাদার স্বাদের ‘চিকেন চিত্তাসা’

  • পোস্ট হয়েছে : ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১
  • 70

বিজনেস আওয়ার ডেস্ক : চিকেন দিয়ে নানা পদের খাবার তৈরি করা যায়। তাছাড়া চিকেনের সব পদই খেতে বেশ মাজাদার। এমনকি প্রোটিনসমৃদ্ধ চিকেন স্বাস্থ্যের জন্যও ভালো। ক্ষুধা মেটাতে চিকেনের বিভিন্ন পদের জুরি মেলা ভার। এজন্য বিশ্বব্যাপী চিকেনের এতো কদর।

এক চিকেন দিয়ে- চিকেন ফ্রাই থেকে শুরু করে স্টাফড চিকেন, চিকেন চাউমিন-পাস্তা-নুডলস, চিকেন শর্মা, গ্রেভি চিকেনসহ আরও কত কী! তবে কখনো কি চিকেন চিত্তাসা খেয়েছেন? মাজাদার এ পদটির স্বাদ হয়তো অনেকেরই অজানা। তাই চিকেনের একঘেয়েমি স্বাদ বদলে আজই রান্না করুন চিকেন চিত্তসা।

রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন অসাধারণ এক পদ চিকেন চিত্তাসা। ছোটদের আবদার পূরণের পাশাপাশি অতিথি আপ্যায়নে চিকেন চিত্তাসা জমিয়ে দিতে পারে খাবারের টেবিল। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ :
একটি মুরগি ৮ টুকরো, রাইস ফ্লাওয়ার ২ টেবিল-চামচ, পরিমাণমতো লবণ ও লেবুর রস ১ টেবিল-চামচ।

পেস্টের জন্য:
পেয়াজ বড় ১টি, রসুন ৮ কোয়া, আদা এক ইঞ্চি পরিমাণ, কারিপাতা ২০টি, পানি ২ টেবিল-চামচ ও শুকনো মরিচ ৬ টুকরো।

পদ্ধতি:
প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কারিপাতা, মরিচ ও পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার চিকেনের সঙ্গে লবণ, পেস্ট ও রাইস ফ্লাওয়ার একসঙ্গে মেখে নিন।মেরিনেট করে ফ্রিজে দুই ঘণ্টা রাখুন মাংস। ফ্রিজ থেকে বের করে লেবুর রস দিয়ে আবারো মেখে নিন। ফ্রাইপ্যানে ৩ টেবিল-চামচ তেল গরম করে নিন।

এবার মুরগির টুকরোগুলো প্যানে দিয়ে চুলার আঁচ মাঝারিতে রাখুন। ঢেকে ২-৩ মিনিট ভাজুন। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। একটু পরপর উল্টে পাল্টে ভেজে নিন। যতক্ষণ না মুরগির মাংসগুলো সেদ্ধ হবে; ততক্ষণ ঢেকে রেখে ভাজতে থাকুন। ব্যাস হয়ে গেল মজাদ্বার স্বাদের ‘চিকেন চিত্তাসা’।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মজাদার স্বাদের ‘চিকেন চিত্তাসা’

পোস্ট হয়েছে : ০৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১

বিজনেস আওয়ার ডেস্ক : চিকেন দিয়ে নানা পদের খাবার তৈরি করা যায়। তাছাড়া চিকেনের সব পদই খেতে বেশ মাজাদার। এমনকি প্রোটিনসমৃদ্ধ চিকেন স্বাস্থ্যের জন্যও ভালো। ক্ষুধা মেটাতে চিকেনের বিভিন্ন পদের জুরি মেলা ভার। এজন্য বিশ্বব্যাপী চিকেনের এতো কদর।

এক চিকেন দিয়ে- চিকেন ফ্রাই থেকে শুরু করে স্টাফড চিকেন, চিকেন চাউমিন-পাস্তা-নুডলস, চিকেন শর্মা, গ্রেভি চিকেনসহ আরও কত কী! তবে কখনো কি চিকেন চিত্তাসা খেয়েছেন? মাজাদার এ পদটির স্বাদ হয়তো অনেকেরই অজানা। তাই চিকেনের একঘেয়েমি স্বাদ বদলে আজই রান্না করুন চিকেন চিত্তসা।

রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে কম সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন অসাধারণ এক পদ চিকেন চিত্তাসা। ছোটদের আবদার পূরণের পাশাপাশি অতিথি আপ্যায়নে চিকেন চিত্তাসা জমিয়ে দিতে পারে খাবারের টেবিল। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ :
একটি মুরগি ৮ টুকরো, রাইস ফ্লাওয়ার ২ টেবিল-চামচ, পরিমাণমতো লবণ ও লেবুর রস ১ টেবিল-চামচ।

পেস্টের জন্য:
পেয়াজ বড় ১টি, রসুন ৮ কোয়া, আদা এক ইঞ্চি পরিমাণ, কারিপাতা ২০টি, পানি ২ টেবিল-চামচ ও শুকনো মরিচ ৬ টুকরো।

পদ্ধতি:
প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, কারিপাতা, মরিচ ও পানি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার চিকেনের সঙ্গে লবণ, পেস্ট ও রাইস ফ্লাওয়ার একসঙ্গে মেখে নিন।মেরিনেট করে ফ্রিজে দুই ঘণ্টা রাখুন মাংস। ফ্রিজ থেকে বের করে লেবুর রস দিয়ে আবারো মেখে নিন। ফ্রাইপ্যানে ৩ টেবিল-চামচ তেল গরম করে নিন।

এবার মুরগির টুকরোগুলো প্যানে দিয়ে চুলার আঁচ মাঝারিতে রাখুন। ঢেকে ২-৩ মিনিট ভাজুন। খেয়াল রাখবেন পুড়ে যেন না যায়। একটু পরপর উল্টে পাল্টে ভেজে নিন। যতক্ষণ না মুরগির মাংসগুলো সেদ্ধ হবে; ততক্ষণ ঢেকে রেখে ভাজতে থাকুন। ব্যাস হয়ে গেল মজাদ্বার স্বাদের ‘চিকেন চিত্তাসা’।

বিজনেস আওয়ার/২২ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: