আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ১৩৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় মালি সীমান্তবর্তী তিনটি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। দেশটির সরকারের বরাত দিয়ে সোমবার (২২ মার্চ) একথা জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইন্তাজায়েনে, বাকোরাত ও উইসটেন নামক তিনটি গ্রামে মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে হামলা চালায় বন্দুকধারীরা। গ্রামবাসীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে তারা। প্রাথমিকভাবে ৬০ জন নিহত হওয়ার কথা জানালেও সোমবার নিহতের সংখ্যা বেড়ে ১৩৭ হওয়ার কথা নিশ্চিত করে।
সরকারি টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে নাইজার সরকারের মুখপাত্র জাকারিয়া আবদুর রহমান বলেন, সাধারণ মানুষ ও গ্রামবাসীরা এখন সশস্ত্র ডাকাতদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। নিরীহ মানুষের বিরুদ্ধে সহিংসতা ও বর্বরতা অন্য উচ্চতায় নিয়ে গেছে এসব দুর্বৃত্তরা।
দেশটির সরকার এ হামলাকে স্মরণকালের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা বলে উল্লেখ করে তিনদিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে সরকার। এদিকে সাধারণ গ্রামবাসীদের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের এই হামলা দেশটির নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ বাজৌমের জন্য নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এ অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের ব্যাপকহারে গ্রেফতার করা হয়। রোববারের এ রক্তক্ষয়ী হামলা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের গ্রেফতারের প্রতিশোধ হতে পারে। আইএসজিএস সঙ্গে জড়িতরা ওই এলাকাগুলোয় তৎপরতা চালিয়ে থাকে।
বিজনেস আওয়ার/২৩ মার্চ, ২০২১/এ