স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও নেই কেন উইলিয়ামসন। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফিন অ্যালেন ও উইল ইয়ং। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন লোকি ফার্গুসন ও অ্যাডাম মিলনে।
অন্যদিকে ওয়ানডে সিরিজে থাকলেও টি-টোয়েন্টি স্কোয়াডে নেই ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, জিমি নিশাম ও টিম সেইফার্টের মতো তারকারা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটি নিয়েছেন তারা।
ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে বাংলাদেশ তিন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলবে ২৮ মার্চ, হ্যামিল্টনে। দ্বিতীয় ম্যাচ হবে ৩০ মার্চ, নেপিয়ারে। ০১ এপ্রিল, অকল্যান্ডে হবে সিরিজের শেষ ম্যাচ।
নিউজিল্যান্ড স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, উইল ইয়ং
বিজনেস আওয়ার/২৩ মার্চ, ২০২১/এ