বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩৮টির বা ৪০ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আজিজ পাইপসের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার আজিজ পাইপসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৬.৮০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৯৯.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৬.৬৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে আজিজ পাইপস ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে রহিমা ফুডের ৬.৬৩ শতাংশ, এনআরবিসি ব্যাংকের ৬.০৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৭৬ শতাংশ, ফাইন ফুডসের ৪.৯০ শতাংশ, ডেল্টা স্পিনার্সের ৪.৬৮ শতাংশ, সোনালী আঁশের ৪.৬৬ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৪.৩৪ শতংশ, জিবিবি পাওয়ারের ৪.১৬ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪.০৪ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/২৩ মার্চ, ২০২১/এস