ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের কাছে ধরাশায়ী ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • 38

স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা ছিল, ৩১৮ রানের। কিন্তু ইংল্যান্ড যেভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল কয়েক ওভার হাতে রেখেই খেলা শেষ হয়ে যাবে। কিন্তু ভারতীয় বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ালেন। হঠাৎ ধস নামিয়ে দিলেন ইংল্যান্ডের ইনিংসে। সেই ধস আর কাটিয়ে উঠতে পারেনি ইংলিশরা।

মঙ্গলবার রাতে পুনেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত পেয়েছে ৬৬ রানের রোমাঞ্চকর এক জয়। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৯৮, বিরাট কোহলির ৫৬ রানের পর শেষদিকে লোকেশ রাহুলের ৪৩ বলে হার না মানা ৬২ এবং ক্রুনাল পান্ডিয়ার ৩১ বলে ৫৮ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।

জবাবে একটা সময় ২ উইকেটেই ১৬৯ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। ইনিংসে তখনও ২৮ ওভার বাকি। অর্থাৎ ১৬৮ বলে তখন ইংল্যান্ডের দরকার ১৪৯ রান। হাতে ৮ উইকেট। এমন পরিস্থিতি থেকে হঠাৎ বাঁকবদল। ৬৬ বলে ৬ বাউন্ডারি আর ৭ ছক্কায় জনি বেয়ারস্টো ৯৪ রান করে শার্দুল ঠাকুরের শিকার হলে ইংল্যান্ড হঠাৎ ধসে পড়ে।

বেয়ারস্টো আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারিরা। ৮২ রানের মধ্যে হারিয়ে ফেলে শেষ ৮ উইকেট। তাতে ৪২.১ ওভারে ইংলিশদের ইনিংস থামে ২৫১ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন প্রসিধ কৃষ্ণা। অভিষেক ম্যাচেই ৫৪ রানে নিয়েছেন ৪ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন এ পেসার।

বিজনেস আওয়ার/২৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতের কাছে ধরাশায়ী ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : লক্ষ্যটা ছিল, ৩১৮ রানের। কিন্তু ইংল্যান্ড যেভাবে ব্যাটিং শুরু করেছিল, তাতে মনে হচ্ছিল কয়েক ওভার হাতে রেখেই খেলা শেষ হয়ে যাবে। কিন্তু ভারতীয় বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ালেন। হঠাৎ ধস নামিয়ে দিলেন ইংল্যান্ডের ইনিংসে। সেই ধস আর কাটিয়ে উঠতে পারেনি ইংলিশরা।

মঙ্গলবার রাতে পুনেতে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারত পেয়েছে ৬৬ রানের রোমাঞ্চকর এক জয়। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ানের ৯৮, বিরাট কোহলির ৫৬ রানের পর শেষদিকে লোকেশ রাহুলের ৪৩ বলে হার না মানা ৬২ এবং ক্রুনাল পান্ডিয়ার ৩১ বলে ৫৮ রানের ইনিংসে ভর করে ৫ উইকেটে ৩১৭ রানের সংগ্রহ দাঁড় করায় ভারত।

জবাবে একটা সময় ২ উইকেটেই ১৬৯ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। ইনিংসে তখনও ২৮ ওভার বাকি। অর্থাৎ ১৬৮ বলে তখন ইংল্যান্ডের দরকার ১৪৯ রান। হাতে ৮ উইকেট। এমন পরিস্থিতি থেকে হঠাৎ বাঁকবদল। ৬৬ বলে ৬ বাউন্ডারি আর ৭ ছক্কায় জনি বেয়ারস্টো ৯৪ রান করে শার্দুল ঠাকুরের শিকার হলে ইংল্যান্ড হঠাৎ ধসে পড়ে।

বেয়ারস্টো আউট হওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারিরা। ৮২ রানের মধ্যে হারিয়ে ফেলে শেষ ৮ উইকেট। তাতে ৪২.১ ওভারে ইংলিশদের ইনিংস থামে ২৫১ রানে। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন প্রসিধ কৃষ্ণা। অভিষেক ম্যাচেই ৫৪ রানে নিয়েছেন ৪ উইকেট নিয়ে চমক দেখিয়েছেন এ পেসার।

বিজনেস আওয়ার/২৪ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: