স্পোর্টস ডেস্ক : আজারবাইজানের আত্মঘাতী গোলের সুবাদে ১-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে শুভসূচনা করল পর্তুগাল। বুধবার (২৪ মার্চ) রাতে সেখানকার জুভেন্টাস স্টেডিয়ামে জিতেছে ফার্নান্দো সান্তোসের দল।
দুর্বল প্রতিপক্ষের ওপর শুরু থেকেই চাপ বাড়ায় পর্তুগাল। তবে ফিনিশিংয়ের অভাবে ম্যাচজুড়ে ভুগেছে তার। ম্যাচের দশ মিনিটে মিডফিল্ডার রুবেন নেভেস আর জোয়াও ক্যানসেলোর জোরালো শট ঠেকান শাহরুদিন।
৩৬ মিনিটেও নেভেসের ক্রস ফিরিয়ে দিয়েছিলেন আজারবাইজান গোলরক্ষক, কিন্তু পাশে থাকা ডিফেন্ডার মেদভেদেভের গায়ে লেগে তা জড়িয়ে যায় জালে।
বিরতির পরও খেলাটা হয়েছে শাহরুদিন আর পর্তুগাল আক্রমণের মধ্যেই। ৬৭ মিনিটে বের্নার্দো সিলভার শট ঠেকান তিনি, এর কিছুক্ষণ পরই ব্রুনো ফের্নান্দেজের আগুনে শট বেরিয়ে যায় তার আঙুল ছুঁয়ে।
এরপর রোনালদো-জোয়াও ফেলিক্সদেরও হতাশায় পুড়িয়েছেন আজারবাইজান গোলরক্ষক। ফলে পর্তুগালের জয়ের ব্যবধানটা থাকে এক গোলেই।
বিজনেস আওয়ার/২৫ মার্চ, ২০২১/এ