স্পোর্টস ডেস্ক : বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে রুখে দিল অপেক্ষাকৃত দুর্বল ইউক্রেন। ম্যাচের অধিকাংশ সময় এগিয়ে থেকেও জিততে পারল না ফ্রান্স। বুধবার (২৪ মার্চ) রাতে ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ‘ডি’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
আঁতোয়া গ্রিজম্যানের গোলে স্বাগতিকরা এগিয়ে যাওয়ার পর কিম্পেম্বের আত্মঘাতী গোলে সমতায় ফেরে ইউক্রেন। কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ে জিরুদরা একের পর এক সুযোগ নষ্ট করেন।
শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে এগিয়ে থাকা ফ্রান্স একাদশ মিনিটে দারুণ এক সুযোগ পায়। কিন্তু আদ্রিওঁ রাবিওর কাট ব্যাকে ছয় গজ বক্সের সামনে থেকে জিরুদের দুর্বল শট প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে ক্রসবারের ওপর দিয়ে যায়।
১৯তম মিনিটে গ্রিজম্যানের দুর্দান্ত গোলে এগিয়ে যায় ফ্রান্স। হেডে বল বিপদমুক্ত করতে পারেননি ইউক্রেনের এক ডিফেন্ডার। বল পেয়ে জায়গা বানিয়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন এই ফরোয়ার্ড।
পরের মিনিটেই ভালো একটি সুযোগ পান এমবাপ্পে। কিন্তু ডি- বক্সের ভেতর থেকে বল উড়িয়ে মারেন পিএসজির এই ফরোয়ার্ড। এরপর আরো একটি সুযোগ নষ্ট করেন অলিভার জিরুদ।
বিরতির পর কিছুটা ঘুরে দাঁড়ায় ইউক্রেন। দুর্দান্ত কিছু আক্রমণের পর ৫৭তম মিনিটে সমতায় ফেরে দলটি। ডি-বক্সে মিডফিল্ডার সিদরচুককে শট নিতে দেখে বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েন গোলরক্ষক হুগো লরিস। বল কিম্পেম্বের পায়ে লেগে জালে জড়ায়।
এরপর ম্যাচের বাকি সময় ফ্রান্স দারুণ কিছু আক্রমণ করলেও ইউক্রেনের রক্ষণ অটুট থাকে। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
বিজনেস আওয়ার/২৫ মার্চ, ২০২১/এ