ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড

  • পোস্ট হয়েছে : ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
  • 55

স্পোর্টস ডেস্ক : ৩৩৬ রান করেও ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারল না ভারত। ওপেনার জনি বেয়ারস্টো দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। তবে ম্যাচে আসল পার্থক্যটা গড়ে দিয়েছেন বেন স্টোকস। স্টোকস ৫২ বলে ৯৯ রানের ইনিংস ইংল্যান্ডকে জয়ের পথে এগিয়ে দেন। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে ফিরল ইংলিশরা।

ভারতের দেওয়া ৩৩৭ রানের টার্গেটে পৌঁছতে ইংলিশদের লেগেছে মাত্র ৪৩.৩ ওভার। ওপেনিংয়েই ১১০ রানের জুটি উপহার দেন জেসন রয় আর বেয়ারস্টো। জেসন রয় ৫২ বলে ৫৫ রানে আউট হলেও বেয়ারস্টো তিন অংকের দিকে এগিয়ে যান। ৪৫ বলে ফিফটির পর ৯৫ বলে পূরণ করেন সেঞ্চুরি।

বেয়ারস্টোর সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে এসে ঝড় তোলেন বেন স্টোকস। ৫২ বলে ৯৯ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ঋষভ পন্থের গ্লাভসে ধরা পড়েন স্টোকস। এই দুঃখজনক আউটের আগে তিনি হাঁকান মাত্র ৪টি চার এবং ১০টি বিশাল ছক্কা। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৭৫ রান। এরপর ১১২ বলে ১১ চার ৭ ছক্কায় জনি বেয়ারস্টোকে ফেরত পাঠান প্রসিদ্ধ কৃষ্ণা।

দলের রান যখন ২৮৭। তখন উইকেটে এসেই ফিরে যান অধিনায়ক জস বাটলার (০)। উইকেটে জুটি বাঁধেন ডাভিড মালান আর লিয়াম লিভিংস্টোন। তাদের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ইংল্যান্ডের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৪৩.৩ ওভারেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। মালান ২৩ বলে ১৬* আর লিভিংস্টোন ২১ বলে ২৭* রানে অপরাজিত থাকেন।

বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভারতকে হারিয়ে সিরিজে সমতায় ফিরল ইংল্যান্ড

পোস্ট হয়েছে : ১১:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : ৩৩৬ রান করেও ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারল না ভারত। ওপেনার জনি বেয়ারস্টো দুর্দান্ত সেঞ্চুরিতে দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটে জিতে নিয়েছে সফরকারী ইংল্যান্ড। তবে ম্যাচে আসল পার্থক্যটা গড়ে দিয়েছেন বেন স্টোকস। স্টোকস ৫২ বলে ৯৯ রানের ইনিংস ইংল্যান্ডকে জয়ের পথে এগিয়ে দেন। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে ফিরল ইংলিশরা।

ভারতের দেওয়া ৩৩৭ রানের টার্গেটে পৌঁছতে ইংলিশদের লেগেছে মাত্র ৪৩.৩ ওভার। ওপেনিংয়েই ১১০ রানের জুটি উপহার দেন জেসন রয় আর বেয়ারস্টো। জেসন রয় ৫২ বলে ৫৫ রানে আউট হলেও বেয়ারস্টো তিন অংকের দিকে এগিয়ে যান। ৪৫ বলে ফিফটির পর ৯৫ বলে পূরণ করেন সেঞ্চুরি।

বেয়ারস্টোর সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে এসে ঝড় তোলেন বেন স্টোকস। ৫২ বলে ৯৯ রান করে ভুবনেশ্বর কুমারের বলে ঋষভ পন্থের গ্লাভসে ধরা পড়েন স্টোকস। এই দুঃখজনক আউটের আগে তিনি হাঁকান মাত্র ৪টি চার এবং ১০টি বিশাল ছক্কা। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ১৭৫ রান। এরপর ১১২ বলে ১১ চার ৭ ছক্কায় জনি বেয়ারস্টোকে ফেরত পাঠান প্রসিদ্ধ কৃষ্ণা।

দলের রান যখন ২৮৭। তখন উইকেটে এসেই ফিরে যান অধিনায়ক জস বাটলার (০)। উইকেটে জুটি বাঁধেন ডাভিড মালান আর লিয়াম লিভিংস্টোন। তাদের ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ইংল্যান্ডের জয় সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ৪৩.৩ ওভারেই ৬ উইকেটে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড। মালান ২৩ বলে ১৬* আর লিভিংস্টোন ২১ বলে ২৭* রানে অপরাজিত থাকেন।

বিজনেস আওয়ার/২৭ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: