ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দর্শনায় বেপরোয়া ট্রাক প্রাণ কাড়লো বাবা-ছেলের

  • পোস্ট হয়েছে : ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • 76

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক চাপায় আলমসাধু আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। রোববার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ডুগডুগি গ্রামের আমির হোসেনের ছেলে আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত হয়েছেন একই গ্রামের জামাত আলী ছেলে জীবন (২২)।

স্থানীয়রা জানায়, সকালে হাউলী এলাকা থেকে আলমসাধুতে (স্থানীয়ভাবে ডাকা হয়) করে দর্শনার দিকে যাচ্ছিলো আশানুর ও আজম। দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু আরোহী ছেলে আজম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নিলে আশানুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত জীবন আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, আলমসাধুটি সঠিক পথেই ছিলো। হঠাৎ উল্টো দিক থেকে আসা ট্রাকটি ভুল পথ ব্যবহার করে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতেই ঘটস্থলেই দুজনের মৃত্যু হয়। সেখানে থাকা একটি পুলিশ বক্সও ভেঙে ভেঙে রাস্তার পাশে পড়ে যায়। ট্রাকটি পুলিশি হেফাজতে নিলেও চালক এবং হেলপারকে পালিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালনার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। চালক ও তার সহকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

দর্শনায় বেপরোয়া ট্রাক প্রাণ কাড়লো বাবা-ছেলের

পোস্ট হয়েছে : ১২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গার দর্শনায় ট্রাক চাপায় আলমসাধু আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। রোববার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার ডুগডুগি গ্রামের আমির হোসেনের ছেলে আশানুর রহমান (৩৮) ও তার ছেলে আজম (১১)। আহত হয়েছেন একই গ্রামের জামাত আলী ছেলে জীবন (২২)।

স্থানীয়রা জানায়, সকালে হাউলী এলাকা থেকে আলমসাধুতে (স্থানীয়ভাবে ডাকা হয়) করে দর্শনার দিকে যাচ্ছিলো আশানুর ও আজম। দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে উল্টো দিক থেকে আসা একটি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে আলমসাধু আরোহী ছেলে আজম ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। হাসপাতালে নিলে আশানুরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত জীবন আলীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, আলমসাধুটি সঠিক পথেই ছিলো। হঠাৎ উল্টো দিক থেকে আসা ট্রাকটি ভুল পথ ব্যবহার করে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতেই ঘটস্থলেই দুজনের মৃত্যু হয়। সেখানে থাকা একটি পুলিশ বক্সও ভেঙে ভেঙে রাস্তার পাশে পড়ে যায়। ট্রাকটি পুলিশি হেফাজতে নিলেও চালক এবং হেলপারকে পালিয়ে গেছে। ঘুমন্ত অবস্থায় গাড়ি চালনার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। চালক ও তার সহকারীকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজনেস আওয়ার/২৮ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: