বিনোদন ডেস্ক : করোনা পরিস্থিতির কারণে টানা দুই মাসেরও বেশি সময় চলচ্চিত্রের শুটিংসহ সব কার্যক্রম বন্ধ থাকার পর গেল ৫ই জুন থেকে স্বাস্থ্যবিধি মেনে অনেক নির্মাতা শুটিং শুরুকরেছেন। তবে চলচ্চিত্রে গল্পের প্রয়োজনে অন্তরঙ্গ দৃশ্যেরও প্রয়োজন হয়। বিষয়টিকে অনেকে করোনার এ সময়ে ঝুঁকি হিসেবেও দেখলেও চলতি প্রজন্মের চিত্রনায়িকা আইরিন অবশ্য বেশ ইতিবাচক।
তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটিতে সবাই আমরা বাসাতেই ছিলাম। লম্বা সময় পর শুটিং শুরু হয়েছে। প্রযোজক ও পরিচালক সমিতি বিভিন্ন নিয়মের বিষয়ও বলেছেন। শিল্পীদের করোনা পরীক্ষা করিয়ে শুটিংয়ে অংশ নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই অন্যান্য দৃশ্যের মতো করেই অন্তরঙ্গ দৃশ্য করতে একজন অভিনেত্রী হিসেবে আমার আপত্তি নেই।
আইরিন আরও বলেন, আমি কাজের মানুষ। অভিনয় করাটাই আমার কাজ। তাই স্বাস্থ্যবিধি মেনে শুটিংয়ে কোনো সমস্যা নেই। আমার যে কাজগুলো রয়েছে তার শুটিংয়ের সিদ্ধান্ত হলে অবশ্যই অংশ নেবো। আরো কয়েকটি নতুন সিনেমার ব্যাপারেও কথা হচ্ছে। সেগুলোও পাকাপাকি হলে কাজ শুরু করবো।
বিজনেস আওয়ার/১৭ জুন, ২০২০/এ