ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

টিকা নেয়ার পরও সপরিবারে করোনা আক্রান্ত রাজবাড়ী এমপি

  • পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : টিকা নেয়ার দেড়মাস পর ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, তার স্ত্রী রেবেকা সুলতানা সাজু এবং মেয়ে কানিজ ফাতিমা চৈতী। ৯ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর হাসপাতাল টিকাদান কেন্দ্র থেকে এমপি ও তার মেয়ে এবং পরে তার স্ত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।

এর সত্যতা নিশ্চিত করে এমপি কাজী কেরামত আলী জানান, বর্তমানে তিনি, তার স্ত্রী ও মেয়ে ইউনাইটেড হাসপাতালের দুটি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সপরিবারে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য তিনি রাজবাড়ীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমপির বিশেষ সহকারী মো. এনায়েতুল হাসনাইন রওশন বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এমপি কাজী কেরামত আলী গত ১০ মার্চ থেকে রাজবাড়ীতে অবস্থান করছিলেন। এ সময় তিনি তার নির্বাচনি এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয়, সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমসহ বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন।

গত ২৪ মার্চ তার জ্বরসহ ঠান্ডা ও কাশির উপসর্গ দেখা যায়। এ অবস্থায় এমপি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ওইদিন বিকেলে রাজবাড়ী থেকে ঢাকায় যান। চিকিৎসকের পরামর্শে রাতে স্কয়ার হাসপাতালে তিনজনই করোনার নমুনা পরীক্ষা করেন। পরদিন ২৫ মার্চ সকালে রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। ওইদিন এমপি ও তার সহধর্মিণী এবং ২৭ মার্চ মেয়ে হাসপাতালে ভর্তি হন।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে ২০২০ সালের ১৪ এপ্রিল এমপি কাজী কেরামত আলীর সহধর্মিণী রেবেকা সুলতানা সাজু করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই সময় তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে স্ত্রীর পাশে থেকে সেবা করেন। সে সময় এমপি ও তার মেয়ের করোনা নেগেটিভ আসে।

বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

টিকা নেয়ার পরও সপরিবারে করোনা আক্রান্ত রাজবাড়ী এমপি

পোস্ট হয়েছে : ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : টিকা নেয়ার দেড়মাস পর ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, তার স্ত্রী রেবেকা সুলতানা সাজু এবং মেয়ে কানিজ ফাতিমা চৈতী। ৯ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর হাসপাতাল টিকাদান কেন্দ্র থেকে এমপি ও তার মেয়ে এবং পরে তার স্ত্রী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।

এর সত্যতা নিশ্চিত করে এমপি কাজী কেরামত আলী জানান, বর্তমানে তিনি, তার স্ত্রী ও মেয়ে ইউনাইটেড হাসপাতালের দুটি কক্ষে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। সপরিবারে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য তিনি রাজবাড়ীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এমপির বিশেষ সহকারী মো. এনায়েতুল হাসনাইন রওশন বলেন, মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এমপি কাজী কেরামত আলী গত ১০ মার্চ থেকে রাজবাড়ীতে অবস্থান করছিলেন। এ সময় তিনি তার নির্বাচনি এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দলীয়, সরকারি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমসহ বেসরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকেছেন।

গত ২৪ মার্চ তার জ্বরসহ ঠান্ডা ও কাশির উপসর্গ দেখা যায়। এ অবস্থায় এমপি তার স্ত্রী ও মেয়েকে নিয়ে ওইদিন বিকেলে রাজবাড়ী থেকে ঢাকায় যান। চিকিৎসকের পরামর্শে রাতে স্কয়ার হাসপাতালে তিনজনই করোনার নমুনা পরীক্ষা করেন। পরদিন ২৫ মার্চ সকালে রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। ওইদিন এমপি ও তার সহধর্মিণী এবং ২৭ মার্চ মেয়ে হাসপাতালে ভর্তি হন।

দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে ২০২০ সালের ১৪ এপ্রিল এমপি কাজী কেরামত আলীর সহধর্মিণী রেবেকা সুলতানা সাজু করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই সময় তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জীবনের ঝুঁকি নিয়ে হাসপাতালে স্ত্রীর পাশে থেকে সেবা করেন। সে সময় এমপি ও তার মেয়ের করোনা নেগেটিভ আসে।

বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: