1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
সোনারগাঁও টেক্সটাইল নিয়ে নিরীক্ষকের শঙ্কা
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:১২ অপরাহ্ন

সোনারগাঁও টেক্সটাইল নিয়ে নিরীক্ষকের শঙ্কা

  • পোস্ট হয়েছে : সোমবার, ২৯ মার্চ, ২০২১
print sharing button

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনারগাঁও টেক্সটাইলসের ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরের আর্থিক হিসাব নিরীক্ষায় এই শঙ্কা প্রকাশ করেছেন।

নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০১৯-২০ অর্থবছরে ৯ কোটি ৮৬ লাখ টাকা লোকসান হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির ২০২০ সালের ৩০ জুন সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) ঋণাত্মক হয়ে গেছে ৫ কোটি ৫৫ লাখ টাকা। এরমধ্যে আবার কোম্পানিটি উৎপাদনে নেই।

এসব পরিস্থিতি কোম্পানিটির ভবিষ্যতে ব্যবসা পরিচালনা বা টিকিয়ে রাখা নিয়ে খুবই শঙ্কা তৈরী করেছে বলে জানিয়েছেন নিরীক্ষক।

এরপরেও সোনারগাঁও টেক্সটাইলের ব্যবসা চালিয়ে যাওয়া যাবে, এমন ধারনার ভিত্তিতে আর্থিক হিসাব তৈরী করেছে কোম্পানি কর্তৃপক্ষ। অথচ কোম্পানিটি ২ অর্থবছর লোকসান করেছে। এছাড়া মূল ম্যানেজেমেন্ট পরিবর্তন এসেছে। এমনকি বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া সোনারগাঁও টেক্সটাইলের পরিশোধিত মূলধনের পরিমাণ ২৬ কোটি ৪৭ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৫.৪৫ শতাংশ।

আরও পড়ুন…….
ঝুঁকিতে দুলামিয়া কটনের ব্যবসা

বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২১/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ