ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

এবার এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন পেরেরা

  • পোস্ট হয়েছে : ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
  • 39

স্পোর্টস ডেস্ক : এবার এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি গড়েছেন লঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা। ঘরোয়া আসরের একটি লিগ-এ ম্যাচে এমন ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছেন। রোববার (২৮ মার্চ) প্যানাগোদার আর্মি গ্রাউন্ডে মেজর ক্লাবের সীমিত ওভারের লিস্ট-এ ম্যাচে শ্রীলঙ্কা আর্মির হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

ইনিংসের ২০ বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন তিনি। এরপর প্রতিপক্ষ বোলারদের ওপর এক তাণ্ডবই চালান পেরেরা। ১৩ বলে ৮ ছক্কায় ৪০০ স্ট্রাইক রেটে করেন ৫২ রান। যা কিনা স্বীকৃত কোনো ক্রিকেটে লঙ্কানদের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি। এখনও রেকর্ডটি অক্ষত আছে ১২ বলে অর্ধশতক হাঁকানো কৌশল্য ভীরারাত্নের।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। পেরেরা-পোলার্ড ছাড়াও স্বীকৃত ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা মেরেছেন এমন অভিজাতদের তালিকায় আছেন গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হুইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার।

বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এবার এক ওভারে ৬ ছক্কা হাঁকালেন পেরেরা

পোস্ট হয়েছে : ১২:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১

স্পোর্টস ডেস্ক : এবার এক ওভারে ছয় ছক্কা মারার কীর্তি গড়েছেন লঙ্কান ব্যাটসম্যান থিসারা পেরেরা। ঘরোয়া আসরের একটি লিগ-এ ম্যাচে এমন ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছেন। রোববার (২৮ মার্চ) প্যানাগোদার আর্মি গ্রাউন্ডে মেজর ক্লাবের সীমিত ওভারের লিস্ট-এ ম্যাচে শ্রীলঙ্কা আর্মির হয়ে ব্লুমফিল্ড ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।

ইনিংসের ২০ বল বাকি থাকতে ব্যাটিংয়ে নামেন তিনি। এরপর প্রতিপক্ষ বোলারদের ওপর এক তাণ্ডবই চালান পেরেরা। ১৩ বলে ৮ ছক্কায় ৪০০ স্ট্রাইক রেটে করেন ৫২ রান। যা কিনা স্বীকৃত কোনো ক্রিকেটে লঙ্কানদের হয়ে দ্বিতীয় দ্রুততম ফিফটি। এখনও রেকর্ডটি অক্ষত আছে ১২ বলে অর্ধশতক হাঁকানো কৌশল্য ভীরারাত্নের।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। পেরেরা-পোলার্ড ছাড়াও স্বীকৃত ক্রিকেটে ছয় বলে ছয় ছক্কা মেরেছেন এমন অভিজাতদের তালিকায় আছেন গ্যারি সোবার্স, রবি শাস্ত্রী, হার্শেল গিবস, যুবরাজ সিং, রস হুইটলি, হজরতউল্লাহ জাজাই, লিও কার্টার।

বিজনেস আওয়ার/২৯ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: