স্পোর্টস ডেস্ক : ভারতের রায়পুরে সদ্য সমাপ্ত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে খেলা শচিন টেন্ডুলকার, ইউসুফ পাঠান ও সুব্রামানিয়াম বদ্রিনাথের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরফান নিজেই এ তথ্য জানিয়েছেন।
ইরফান লিখেছেন, আমি কোনোরকমের উপসর্গ ছাড়াই করোনা পজিটিভ শনাক্ত হয়েছি এবং নিজেকে বর্তমানে ঘরে আইসোলেটেড করে রেখেছি। আমি অনুরোধ করব, গত কয়েকদিনে যারা আমার কাছাকাছি এসেছেন, সবাই নিজেদের পরীক্ষা করিয়ে নিন।
গত ৭ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত হয়েছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের খেলা। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে ভারত লেজেন্ডস। কিন্তু টুর্নামেন্ট শেষে এখন করোনার হানা পুরো ভারতীয় দলটির ওপর। এর আগে গত শনিবার করোনা আক্রান্ত হওয়ার খবর জানান শচিন। এরপর পরীক্ষা করলে ইউসুফ এবং বদ্রিনাথও করোনা পজিটিভ হন।
বিজনেস আওয়ার/৩০ মার্চ, ২০২১/এ