ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

লুক্সেমবার্গের বিপক্ষগে পর্তুগালের দাপুটে জয়

  • পোস্ট হয়েছে : ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • 56

বিনোদন ডেস্ক : ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পর্তুগাল। মঙ্গলবার রাতে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জইয় পেয়েছে ফের্নান্দো সান্তোসের শিষ্যরা। দলের হয়ে ১টি করে গোল করেন দিয়োগো জোতা, ক্রিস্টিয়ানো রোনালদো ও হোয়াও পালহিনহা।

পর্তুগালের বিপক্ষে ৩০তম মিনিটে শিনানির পাস থেকে লুক্সেমবার্গকে এগিয়ে দেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার গার্সন রদ্রিগেজ।
তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের শেষ আক্রমণে নেতোর ভাসিয়ে দেওয়া বলে হেডে পর্তুগালকে সমতায় ফেরান জোতা।

বিরতি থেকে ফিরে এগিয়ে যায় একবারের ইউরো ও উয়েফা চ্যাম্পিয়নরা। ৫০তম মিনিটে কানসেলোর পাস থেকে লুক্সেমবার্গের জাল খুঁজে নেন রোনালদো। এ নিয়ে জাতীয় দলের হয়ে ২০০৪-২০২১ পর্যন্ত টানা ১৮ বছর গোলের দেখা পেলেন জুভেন্টাস ফরোয়ার্ড। ৮০তম মিনিটে লুক্সেমবার্গের জালে শেষ বলটি পাঠিয়ে পর্তুগালের দাপুটে জয় নিশ্চিত করেন হোয়াও পালহিনহা।

এই জয়ে ‘এ’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে সার্বিয়াকে টপকে শীর্ষে ওঠে গেলো পর্তুগাল। দু’দলের পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে রোনালদোরা। এই সপ্তাহে ২-২ গোলের বিতর্কিত ড্র করেছিল পর্তুগাল-সার্বিয়া।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

লুক্সেমবার্গের বিপক্ষগে পর্তুগালের দাপুটে জয়

পোস্ট হয়েছে : ১১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১

বিনোদন ডেস্ক : ২০২২ বিশ্বকাপ বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে পর্তুগাল। মঙ্গলবার রাতে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানে জইয় পেয়েছে ফের্নান্দো সান্তোসের শিষ্যরা। দলের হয়ে ১টি করে গোল করেন দিয়োগো জোতা, ক্রিস্টিয়ানো রোনালদো ও হোয়াও পালহিনহা।

পর্তুগালের বিপক্ষে ৩০তম মিনিটে শিনানির পাস থেকে লুক্সেমবার্গকে এগিয়ে দেন ২৫ বছর বয়সী মিডফিল্ডার গার্সন রদ্রিগেজ।
তবে ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। প্রথমার্ধের শেষ আক্রমণে নেতোর ভাসিয়ে দেওয়া বলে হেডে পর্তুগালকে সমতায় ফেরান জোতা।

বিরতি থেকে ফিরে এগিয়ে যায় একবারের ইউরো ও উয়েফা চ্যাম্পিয়নরা। ৫০তম মিনিটে কানসেলোর পাস থেকে লুক্সেমবার্গের জাল খুঁজে নেন রোনালদো। এ নিয়ে জাতীয় দলের হয়ে ২০০৪-২০২১ পর্যন্ত টানা ১৮ বছর গোলের দেখা পেলেন জুভেন্টাস ফরোয়ার্ড। ৮০তম মিনিটে লুক্সেমবার্গের জালে শেষ বলটি পাঠিয়ে পর্তুগালের দাপুটে জয় নিশ্চিত করেন হোয়াও পালহিনহা।

এই জয়ে ‘এ’ গ্রুপে ৭ পয়েন্ট নিয়ে সার্বিয়াকে টপকে শীর্ষে ওঠে গেলো পর্তুগাল। দু’দলের পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে রোনালদোরা। এই সপ্তাহে ২-২ গোলের বিতর্কিত ড্র করেছিল পর্তুগাল-সার্বিয়া।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: