ঢাকা , বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাউজানে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪

  • পোস্ট হয়েছে : ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • 7

বিজনেস আওয়ার প্রতিবেদক (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার গশ্চি নয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দগাঁও এলাকার মো. মোর্শেদ (৩৮), কাপ্তাই কর্ণফুলী পেপার মিল এলাকার কামরুল ইসলাম (২৭), রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার মো. ইদ্রিস (৫৫) ও নোয়াখালীর হাতিয়ার মো. সিরাজ (বয়স জানা যায়নি)। সবাই অটোরিকশার যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, চট্টগ্রাম অভিমুখী বালিবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় অটোরিকশাটি পুরো দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সময় চালক উচ্চ শব্দে গান শুনছিলেন বলে স্থানীয়রা জানান।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাউজানে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নিহত ৪

পোস্ট হয়েছে : ১১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজানে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার গশ্চি নয়াহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দগাঁও এলাকার মো. মোর্শেদ (৩৮), কাপ্তাই কর্ণফুলী পেপার মিল এলাকার কামরুল ইসলাম (২৭), রাঙ্গুনিয়ার মরিয়মনগর এলাকার মো. ইদ্রিস (৫৫) ও নোয়াখালীর হাতিয়ার মো. সিরাজ (বয়স জানা যায়নি)। সবাই অটোরিকশার যাত্রী।

বিষয়টি নিশ্চিত করে রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম বলেন, চট্টগ্রাম অভিমুখী বালিবাহী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় অটোরিকশাটি পুরো দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সময় চালক উচ্চ শব্দে গান শুনছিলেন বলে স্থানীয়রা জানান।

বিজনেস আওয়ার/৩১ মার্চ, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: