বিজনেস আওয়ার প্রতিবেদক : বৃহস্পতিবার (০১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০০টির বা ৩০.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে আইএফআইসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বুধবার আইএফআইসির শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ১২.২৮ শতাংশ কমেছে। এর মাধ্যমে ডিএসইতে টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একটিভ ফাইনের ৯.০৯ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৭.৫০ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৪.১৪ শতাংশ, খান ব্রাদার্সের ৩.৯৪ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৩.৯২ শতাংশ, আইডিএলসির ৩.৮৮ শতাংশ, ফাইন ফুডসের ৩.৮৩ শতাংশ, এপোলো ইস্পাতের ৩.৪৪ শতাংশ এবং বে লিজিংয়ের শেয়ার দর ৩.৩০ শতাংশ কমেছে।
বিজনেস আওয়ার/০১ এপ্রিল, ২০২১/এস