বিজনেস আওয়ার প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি দেশে আনুষ্ঠানিকভাবে টিকা কার্যক্রম শুরুর দিন (২৭ জানুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিয়েছিলেন।
শুক্রবার (২ এপ্রিল) রাতে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। সেখানে তিনি লেখেন, ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনায় আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানবজাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’
এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম ও পরিচালক (এমআইএস) অধ্যাপক মিজানুরসহ বেশ কয়েকজন কর্মকর্তাও করোনায় আক্রান্ত হন।
বিজনেস আওয়ার/০২ এপ্রিল, ২০২১/কমা
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: