ঢাকা , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

করোনা মহামারীর মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • পোস্ট হয়েছে : ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • 0

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাস মহামারীর মধ্যেই সোয়া এক লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হয়েছে চিকিৎসক হতে আগ্রহী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয় দেশের বিভিন্ন স্থানে ৫৫টি কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা।

সারা দেশে ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিলেন, তার মধ্যে ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থ ছিলেন ৪৭ হাজার।

দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা গত বছর নেওয়া যায়নি। এ অবস্থায় সংক্রমণ কিছুটা কমলে গত ৮ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি কেন্দ্রে ঢোকার সময় সাবান দিয়ে হাত ধোয়ার অথবা স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হয়। কিন্তু কেন্দ্রের বাইরে প্রচণ্ড ভিড়ে সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার হলগুলোর সামনে।

বরাবরের মত এবারও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশির ব্যবস্থা ছাড়াও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত রাখা হয়েছিল।

বিজনেস আওয়ার/০২ এপ্রিল, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

করোনা মহামারীর মধ্যেই মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন

পোস্ট হয়েছে : ১২:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাস মহামারীর মধ্যেই সোয়া এক লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে শেষ হয়েছে চিকিৎসক হতে আগ্রহী মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টায় শেষ হয় দেশের বিভিন্ন স্থানে ৫৫টি কেন্দ্রে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা।

সারা দেশে ১ লাখ ২২ হাজার ৭৬১ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করেছিলেন, তার মধ্যে ঢাকা মহানগরের ১৫টি কেন্দ্রে পরীক্ষার্থ ছিলেন ৪৭ হাজার।

দেশের ৪৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি। আর ৭০টি বেসরকারি মেডিকেল কলেজে আরও ৬ হাজার ৩৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।

করোনাভাইরাস মহামারীর কারণে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের পরীক্ষা গত বছর নেওয়া যায়নি। এ অবস্থায় সংক্রমণ কিছুটা কমলে গত ৮ ফেব্রুয়ারি সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তি কার্যক্রমের সময়সূচি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

পরীক্ষার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক করার পাশাপাশি কেন্দ্রে ঢোকার সময় সাবান দিয়ে হাত ধোয়ার অথবা স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা হয়। কিন্তু কেন্দ্রের বাইরে প্রচণ্ড ভিড়ে সামাজিক দূরত্বের কোনো বালাই ছিল না মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার হলগুলোর সামনে।

বরাবরের মত এবারও ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। প্রতিটি কেন্দ্রে প্রবেশের আগে তল্লাশির ব্যবস্থা ছাড়াও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত রাখা হয়েছিল।

বিজনেস আওয়ার/০২ এপ্রিল, ২০২১/কমা

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: