বিনোদন ডেস্ক :আজ ৩ এপ্রিল, জাতীয় চলচ্চিত্র দিবস। ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।
এরপর থেকে প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসি রঙিন হয়ে হঠে। চলচ্চিত্রাঙ্গণের মানুষেরা নানা আয়োজনে পালন করে থাকেন দিনটি। এবারেও সেজেছে বর্ণিল আলো আর সাজে। কিন্তু বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রকোপের কারণে চলচ্চিত্র দিবসে থাকছে না কোনো উৎসব আমেজ।
চলচ্চিত্রের নানা সংগঠন দিনটিকে ঘিরে মাসখানেক আগে থেকে প্রস্তুতি নিলেও তার বাস্তবায়ন করতে পারছে না করোনা সংক্রমণের ভয়ে। এছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমিও দিবসটি উৎযাপন করে। এবছর থমকে গেছে সব।
বিজনেস আওয়ার/০৩ এপ্রিল, ২০২১/এ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: