বিজনেস আওয়ার প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে ইতালিতে আটকা পড়া ২৫৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (১৭ জুন) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিমানের ডিজিএম তাহেরা খন্দকার।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে বাংলাদেশের অনেক নাগরিক ইতালিতে আটকা আছেন। বাংলাদেশ বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইটে করে ২৫৯ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফেরার পর যাত্রীদের হোমকোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১ জুন থেকে সীমিত পরিসরে চালু হয়েছে অভ্যন্তরীণ ফ্লাইট। আর ৮৬ দিন বন্ধ থাকার পর ১৬ জুন থেকে চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট।
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: