বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশে লকডাউনের কারণে সোমবার (০৫ এপ্রিল) থেকে শেয়ারবাজারের লেনদেনের নতুন সময় সূচি নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাাম্মদ রেজাউল করিম বিজনেস আওয়ারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ রেজাউল করিম বলেন, নতুন সময় অনুযায়ী আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা লেনদেন হবে শেয়ারবাজারে।
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সময় সূচি অনুযায়ী শেয়ারবাজারের লেনদেন হবে।
বিজনেস আওয়ার/০৪ এপ্রিল, ২০২১/এস
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
One thought on “লেনদেনের নতুন সময় সূচি নির্ধারণ”