বিনোদন ডেস্ক : করোনার কারণে গত বছর লকডাউন ঘোষণার পর থেকেই দেশের সব সিনেমা হল বন্ধ ছিলো। এরপরে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আবারো খোলা হয় হল। ঈদকে সামনে রেখে নির্মিত হয়েছিলো সিনেমা। কিন্তু আবারো শুরু হলো লকডাউন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার কারণেই এমন সিদ্ধান্ত।
লকডাউনের কারণে আসন্ন রোজার ঈদে সিনেমা মুক্তি নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। লকডাউন শেষ হলেও কয়টি সিনেমা হল খুলবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। আর পর্যাপ্ত পরিমাণে সিনেমা হল না খুললে বড় বাজেটের ছবি মুক্তি দেবেন না প্রযোজকরা।
আসছে ঈদে মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলো বেশকিছু সিনেমা। এরমধ্যে রয়েছে শাকিব খান ও দর্শনা বণিক জুটির ‘অন্তরাত্মা’, শাকিব- বুবলির জুটির ‘বিদ্রোহী’, আরিফিন শুভ’র ‘মিশন এক্সট্রিম’, নিরব-বুবলি জুটির ‘ক্যাসিনো’ ও সিয়াম-পূজা জুটির ‘শান’।
এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রদর্শক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দীন বলেন, সিনেমা হল মালিকরা এতদিন ধরে ঈদ মৌসুমে ছবি মুক্তি দিয়ে অতীতের লোকসান পুষিয়ে নেয়ার যে স্বপ্ন দেখছিল তা বলতে গেলে ভেস্তে গেল। এমন অবস্থা চলতে থাকলে ছবি মুক্তির বিকল্প চিন্তা করতে হবে।
বিজনেস আওয়ার/০৫ এপ্রিল, ২০২১/এ