বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ১৩ কোম্পানির লভ্যাংশ এবং প্রান্তিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদের বোর্ড সভা আজ (১৮ জুন) বিকালে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো : বার্জার পেইন্টস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ভিএফএস থ্রেড ডাইং, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, ফু-ওয়াং ফুড, গোল্ডেন সন, এপেক্স ফুট, এপেক্স ট্যানারি, জিলবাংলা সুগার, নাভানা সিএনজি, আফতাব অটো এবং ইউনাইটেড ফাইন্যান্স।
কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টসের বিকাল সাড়ে ৩টায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিকাল সাড়ে ৩টায়, ভিএফএস থ্রেড ডাইংয়ের বিকাল সাড়ে ৩টায়, আমরা নেটওয়ার্কের বিকাল ২.৪৫টায়, আমরা টেকনোলজিসের বিকাল ২টায়, ফু-ওয়াং ফুডের বিকাল ৩টায়, গোল্ডেন সনের বিকাল ৩টায়, এপেক্স ফুটের বিকাল সাড়ে ৪টায়, এপেক্স ট্যানারির বিকাল ৩টায়, জিলবাংলা সুগারের বিকাল ২টায়, নাভানা সিএনজির বিকাল ২.৩০টায়, আফতাব অটোর বিকাল সাড়ে ৩টায় এবং ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভা বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টস ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বোর্ড সভা ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। ভিএফএস থ্রেড ডাইং, আমরা নেটওয়ার্ক, আমরা টেকনোলজিস, ফু-ওয়াং ফুড, গোল্ডেন সন, এপেক্স ফুট, এপেক্স ট্যানারি, জিলবাংলা সুগার, নাভানা সিএনজি ও আফতাব অটোমোবাইলসের বোর্ড সভায় ৩১ মার্চ ২০২০ (২০১৯ সালের জুলাই থেকে ২০২০ সালের মার্চ পর্যন্ত) সমাপ্ত ৯ মাসের এবং ইউনাইটেড ফাইন্যান্সের বোর্ড সভায় ৩১ মার্চ ২০২০ (চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত) সমাপ্ত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা শেয়ারহোল্ডারদের জন্য প্রকাশ করা হবে।
বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২০/এস