বিনোদন ডেস্ক :বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০২১-২২ মেয়াদের নতুন কমিটির নবনির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বুধবার (৭ এপ্রিল) সমিতির এফডিসিতে এ শপথ অনুষ্ঠান হয়।
নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান সোহানকে শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার আবদুল লতিফ বাচ্চু। সোহানের শপথ গ্রহণ শেষে তিনি বাকি সদস্যদের শপথ পড়ান।
শপথ পড়ানো শেষে সোহানুর রহমান সোহান বলেন, এখন করোনা মহামারী চলছে। আমরা আপনাদের সবার সহায়তা চাই, যাতে এ মহামারীর ক্ষতি কাটিয়ে চলচ্চিত্র শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।’
গত ২ এপ্রিল পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে সোহানুর রহমান সোহান ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে মহাসচিব পদে শাহীন সুমন ১৬৫ ভোট পেয়ে নির্বাচিত হন।
অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে ছটকু আহমেদ (১৬৬), উপমহাসচিব পদে কবিরুল ইসলাম রানা (১৬২), অর্থ সচিব পদে মো. সালাউদ্দিন (১৭০), সাংগঠনিক সচিব পদে রকিবুল ইসলাম রকিব (১২৪), আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে নোমান রবিন (১৫১), সাংস্কৃতিক ও ক্রিড়া সচিব পদে শাহীন কবির টুটুল (১৯৩), প্রচার প্রকাশনা ও দপ্তর সচিব পদে আনোয়ার সিরাজী বিজয়ী হয়েছেন।
এছাড়াও কার্যনির্বাহী নির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন পল্লী মালেক, জাকির হোসেন রাজু, রহিম বাবু, নূর মোহাম্মদ মনি, মাসুমা তানি, মোস্তাফিজুর রহমান বাবু, সেলিম আজম, হাবিবুল ইসলাম হাবিব, সাইদুর রহমান সাইদ ও শাহাদত হোসেন লিটন।
বিজনেস আওয়ার/০৭ এপ্রিল, ২০২১/এ