বিজনেস আওয়ার প্রতিবেদক : আমেরিকার আগ্নেয়াস্ত্র সহিংসতাকে আন্তর্জাতিকভাবে বিব্রতকর একটি বিষয় হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন । আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে তিনি কয়েকটি আলাদা নির্বাহী আদেশ জারি করে বলেছেন, সংবিধানের কোনো সংশোধনীই চূড়ান্ত নয়।
বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে বসে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনের পরিবর্তন নিয়ে কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। আগ্নেয়াস্ত্র সহিংসতার সঙ্গে যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রদত্ত অধিকারকে সম্পর্কিত করে করা বিতর্ক সম্পূর্ণ অমূলক বলে তিনি উল্লেখ করেন।
আমেরিকার আগ্নেয়াস্ত্র সহিংসতাকে মহামারির সঙ্গে তুলনা করে বাইডেন বলেন, বিষয়টি আমেরিকার জন্য আন্তর্জাতিকভাবে বিব্রতকর হয়ে উঠেছে।
ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডকে সঙ্গে নিয়ে আমেরিকায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জন্য প্রেসিডেন্ট বাইডেন ছয়টি পদক্ষেপের কথা ঘোষণা করেছেন। তার মধ্যে তিনি বিচার বিভাগকে ‘ঘোস্ট গান’ (ঘরে তৈরি করা যায় এমন আগ্নেয়াস্ত্র) নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
অনলাইন থেকে সহজেই খুচরা যন্ত্রাংশ ক্রয় করে এই ধরনের হালকা আগ্নেয়াস্ত্র তৈরি করা হয়। এসব আগ্নেয়াস্ত্রের কোনো রেজিস্ট্রেশন বা ক্রমিক নম্বর থাকে না।
আমেরিকায় নিজে তৈরি করা এসব অস্ত্র সহিংসতায় ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে। প্রেসিডেন্ট বাইডেন তাঁর নির্দেশনায় অনলাইন থেকে কেনার আগেও ‘ব্যাকগ্রাউন্ড চেক’ করার শর্ত আরোপের কথা বলেছেন। অঙ্গরাজ্য পর্যায়ে ‘রেড ফ্ল্যাগ’ আইন প্রণয়ন করে ঝুঁকিপূর্ণ মনে হওয়া লোকজনের জন্য বন্দুক সংগ্রহ করা কঠিন করার নির্দেশ দিয়েছেন তিনি।
হালকা পিস্তলকে রূপান্তর করা হলে সেটিকে ন্যাশনাল ফায়ার আর্মস অ্যাক্টের আওতায় বিবেচনার কথা বলা আছে বাইডেনের নির্দেশনায়।
বিচার বিভাগকে বন্দুক পাচার বা বন্দুক চোরাচালানের ওপর প্রতিবেদন প্রকাশ করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।
ফেডারেল সরকারের পাঁচটি সংস্থা কমিউনিটিভিত্তিক আগ্নেয়াস্ত্র সহিংসতা দমনে অর্থ ব্যয় করবে নানা কর্মসূচির মধ্য দিয়ে।
আমেরিকায় আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের অন্যতম সোচ্চার কণ্ঠ ডেভিড চিপম্যানকে প্রেসিডেন্ট বাইডেন ব্যুরো অব অ্যালকোহল, টোব্যাকো, ফায়ার আর্মস অ্যান্ড এক্সপ্লোসিভ (এটিফ) বিভাগের প্রধান হিসেবে মনোনয়নের কথা জানিয়েছেন। ডেভিড চিপম্যানের এটিফ এজেন্ট হিসেবে ২৫ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে।
প্রেসিডেন্ট বাইডেন নির্বাহী আদেশগুলো ঘোষণা করে সাম্প্রতিক সময়ে আটলান্টা, কলোরাডো ও সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সহিংসতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিদিন মানুষ গুলিবিদ্ধ হচ্ছে। বিষয়টি মহামারি হয়ে দাঁড়িয়েছে। এটা বন্ধ করতে হবে।
বিজনেস আওয়ার/০৯ এপ্রিল, ২০২১/কমা