স্পোর্টস ডেস্ক : কোপা ইতালিয়ার ফাইনালে জুভেন্টাসকে টাইব্রেকারে হারিয়ে চলতি মৌসুমের ইতালিয়ান কাপ জয়ের স্বাদ পেলো নাপোলি। বুধবার রাতে নির্ধারিত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচ। আর তাতে ৪-২ এ জয় নাপোলির। ছয় বছরের মধ্যে প্রথম কোনও শিরোপা জিতল দলটি।
ম্যাচের শুরুর দিকে নাপোলিকে কিছুটা ধুঁকতে দেখা গেলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নেয় দলটি। শুরু হয় আক্রমণ-পাল্টা আক্রমণ। প্রথমার্ধে প্রতি-আক্রমণে ভীতি ছড়ায় জুভেন্টাস। দারুণ দুটি সুযোগও পান রোনালদো, কিন্তু গোলরক্ষক আলেক্স মেরেতকে ফাঁকি দিতে পারেননি।
প্রথমার্ধে প্রভাব বিস্তার করলেও দ্বিতীয়ার্ধে তেমন সুবিধা করে ওঠতে পারেনি জুভেন্টাস। পুরো ম্যাচে বিবর্ণ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে নির্ধারিত ৯০ মিনিট শেষে অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ালেও গোল করতে ব্যর্থ হয় দু’দল। খেলা গড়ায় ট্রাইবেকারে।
ট্রাইবেকারে প্রথমেই গোল করতে ব্যর্থ হন দুই জুভি তারকা পাওলো দিবালা এবং দানিলো। অন্যদিকে প্রথম চার শটেই গোল করেন নাপোলির ইনসিনিয়ে, পলিতানো, মাকসিমোভিচ ও মিলিক। পরে জুভিদের হয়ে লিওনার্দো বোনুচ্চি ও অ্যারন রামসে গোল করলেও শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয় তুরিনের বুড়িদের।
বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২০/এ