ঢাকা , মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ভক্তদের জন্য মোবাইল গেম নিয়ে এলেন সাকিব

  • পোস্ট হয়েছে : ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • 66

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে মনে-প্রাণে ভালোবাসেন বলে কেবল ময়দানের ক্রিকেটের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়েছেন সাকিব। ক্রিকেটের এ মহাতারকা হয়েছেন নানা কোম্পানির শুভেচ্ছা দূত।

চালু করেছেন ক্রিকেট একাডেমিও। এবার নামের পাশে নতুন এক চমক যুক্ত হলো। সাকিবের নামে তৈরি হয়েছে মোবাইল গেম। ফেসবুকে ভক্ত-সমর্থকদের সুখবরটি সাকিব নিজেই দিয়েছেন। তবে গেমটা এখন চলবে পরীক্ষামূলকভাবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ভক্ত-সমর্থকদের পরামর্শ নিয়েই হবে গেমটির মান উন্নয়ন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেন, ‘আমরা “SAH75 Cricket Championship” নামের একটি মোবাইল গেম তৈরি করছি। এই ধরনের অফিসিয়াল গেম বাংলাদেশে এটিই প্রথম! আমরা আপনাদের অনুরোধ করছি এই গেমটির টেস্টার হবার জন্য! আমরা চাই ফ্যানদের পরামর্শ নিয়ে গেমটি হয়ে উঠুক বিশ্বমানের!’

গুগল প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করা যাবে। এবং গেমটি সম্পর্কে পরবর্তী সব আপডেট জানা যাবে SAH75 Cricket Championship ফেসবুক পেজ থেকে।

গেমটির স্বাদ নিলে মিলতে পারে পুরস্কারও। তেমন ঘোষণাই দিয়েছেন সাকিব, ‘এই মুহূর্তে আমরা প্রথম ২০০,০০০ টেস্টারকে সুযোগ দিতে পারব। টেস্টার হিসেবে কিন্তু আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকছে। সুতরাং গেমটি এখনি ডাউনলোড করে নিন!’

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ভক্তদের জন্য মোবাইল গেম নিয়ে এলেন সাকিব

পোস্ট হয়েছে : ১০:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটকে মনে-প্রাণে ভালোবাসেন বলে কেবল ময়দানের ক্রিকেটের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়েছেন সাকিব। ক্রিকেটের এ মহাতারকা হয়েছেন নানা কোম্পানির শুভেচ্ছা দূত।

চালু করেছেন ক্রিকেট একাডেমিও। এবার নামের পাশে নতুন এক চমক যুক্ত হলো। সাকিবের নামে তৈরি হয়েছে মোবাইল গেম। ফেসবুকে ভক্ত-সমর্থকদের সুখবরটি সাকিব নিজেই দিয়েছেন। তবে গেমটা এখন চলবে পরীক্ষামূলকভাবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ভক্ত-সমর্থকদের পরামর্শ নিয়েই হবে গেমটির মান উন্নয়ন।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব লিখেন, ‘আমরা “SAH75 Cricket Championship” নামের একটি মোবাইল গেম তৈরি করছি। এই ধরনের অফিসিয়াল গেম বাংলাদেশে এটিই প্রথম! আমরা আপনাদের অনুরোধ করছি এই গেমটির টেস্টার হবার জন্য! আমরা চাই ফ্যানদের পরামর্শ নিয়ে গেমটি হয়ে উঠুক বিশ্বমানের!’

গুগল প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করা যাবে। এবং গেমটি সম্পর্কে পরবর্তী সব আপডেট জানা যাবে SAH75 Cricket Championship ফেসবুক পেজ থেকে।

গেমটির স্বাদ নিলে মিলতে পারে পুরস্কারও। তেমন ঘোষণাই দিয়েছেন সাকিব, ‘এই মুহূর্তে আমরা প্রথম ২০০,০০০ টেস্টারকে সুযোগ দিতে পারব। টেস্টার হিসেবে কিন্তু আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকছে। সুতরাং গেমটি এখনি ডাউনলোড করে নিন!’

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: