ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

প্রথম ম্যাচেই একাদশে দেখা যেতে পারে সাকিবকে

  • পোস্ট হয়েছে : ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষের ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। রোববার (১১ এপ্রিল) প্রথম ম্যাচেই সাবেক দলের বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।

কেকেআর’র একটি সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিন শেষে মাত্র একদিন অনুশীলনের পরেই কামিন্সকে খেলাতে চায় না নাইট শিবির। কামিন্স ইস্যু ছাড়াও চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামও একটা ফ্যাক্ট। এই পিচে স্পিন ধরে ভালো। ফলে এই মাঠে অভিজ্ঞ স্পিন-অলরাউন্ডার খেলাতে চায় কেকেআর।

গতকাল পশুক্রবার কলকাতার অনুশীলনে এক ঘণ্টা ব্যাট করানো হয় সাকিবকে দিয়ে। পাশের নেটে ছক্কার মহড়া চলে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। মিডল অর্ডারে ঝড় তোলার জন্যই কি দুই অলরাউন্ডার প্রস্তুত হচ্ছেন? উত্তর পেতে অপেক্ষা মাত্র একদিনের।

উল্লেখ্য, এবারের আইপিএলে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জেতার স্বাদও পেয়েছেন তিনি। সর্বশেষ হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আইপিএল ক্যারিয়ারে ৫৯ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৭৪৬ রান।

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রথম ম্যাচেই একাদশে দেখা যেতে পারে সাকিবকে

পোস্ট হয়েছে : ১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষের ম্যাচ দিয়ে এবারের আইপিএল শুরু করতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর)। রোববার (১১ এপ্রিল) প্রথম ম্যাচেই সাবেক দলের বিপক্ষে প্রথম একাদশে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।

কেকেআর’র একটি সূত্র জানিয়েছে, কোয়ারেন্টিন শেষে মাত্র একদিন অনুশীলনের পরেই কামিন্সকে খেলাতে চায় না নাইট শিবির। কামিন্স ইস্যু ছাড়াও চেন্নাইয়ের এম এ চিদাম্বরাম স্টেডিয়ামও একটা ফ্যাক্ট। এই পিচে স্পিন ধরে ভালো। ফলে এই মাঠে অভিজ্ঞ স্পিন-অলরাউন্ডার খেলাতে চায় কেকেআর।

গতকাল পশুক্রবার কলকাতার অনুশীলনে এক ঘণ্টা ব্যাট করানো হয় সাকিবকে দিয়ে। পাশের নেটে ছক্কার মহড়া চলে ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের। মিডল অর্ডারে ঝড় তোলার জন্যই কি দুই অলরাউন্ডার প্রস্তুত হচ্ছেন? উত্তর পেতে অপেক্ষা মাত্র একদিনের।

উল্লেখ্য, এবারের আইপিএলে সাকিবকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা। এই ফ্র্যাঞ্চাইজির হয়েই ২০১২ এবং ২০১৪ সালে শিরোপা জেতার স্বাদও পেয়েছেন তিনি। সর্বশেষ হায়দরাবাদের হয়ে খেলা সাকিব আইপিএল ক্যারিয়ারে ৫৯ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন ৭৪৬ রান।

বিজনেস আওয়ার/১০ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: