ঢাকা , শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আইসিসির গাইডলাইন মেনে লাইভ করতে হবে ক্রিকেটারদের

  • পোস্ট হয়েছে : ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • 80

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ঘরে বন্দি সময়ে ক্রিকেটারদের ফেসবুক লাইভে এসে আড্ডা দারুণ সাড়া ফেলেছে। বাদ যায়নি বাংলাদেশের ক্রিকেটাররাও। এর মধ্যে অন্যতম বাংলাদেশ ওয়ানডে দলের নয়া অধিনায়ক তামিম ইকবাল।

সাকিব আল হাসান, মুশফিকুর রহীমও লাইভে এসেছেন ভক্তদের জন্য। তবে তামিমের লাইভে বিরাট কোহলি, রোহিত শর্মা, ফাফ ডু প্লেসিরা এসে দারুণ আলোচনার সৃষ্টি করে। শুরুতে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন লাইভের প্রসংশা করে।

তবে ক’দিন আগে এই লাইভ নিয়ে ক্রিকেটারদের সতর্ক বার্তা দিয়েছে আইসিসি। এ বিষয়ে প্রতিটি বোর্ডকে চিঠি দিয়েছে তারা। বিশেষ করে সংস্থাটির দুর্র্নীতি দমন বিভাগের (আকসু) ধারণা লাইভের মাধ্যমে ক্রিকেটারদের জুয়াড়িরা প্রস্তাব দিতে পারে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ক্রিকেটাররা জানেন লাইভে এসে তাদের করণীয় কী। আইসিসি যে চিঠি দিয়েছে তাতে যদি নতুন কিছু থাকে অবশ্যই আমরা তা নিয়ে আলোচনা করবো। আর আমাদের যে গাইডলাইন দেয়া আছে তা মেনেই ক্রিকেটারদের লাইভ করতে হবে।

ক্রিকেটাররা লাইভ করতে পারবে কিনা তা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, বলেন, এখনই বলতে পারছি না, নিয়মগুলো দেখে বলতে হবে। তবে আমাদের যে গাইডলাইন আছে সেভাবেই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত হবে হবে। আইসিসি সতর্ক করেছে, অবশ্য আমরা বিষয়টা দেখছি।

প্রায় ৩ সাস ধরে দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত রয়েছে। এর মধ্যে তামিম, সাকিব, মুশফিক, মাশরাফিদের মতো তারকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে দারুণ আনন্দ দিয়েছেন ভক্তদের। নিজেদের ক্রিকেট জীবনের নানা কথা, গল্প তুলে ধরেছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

তবে আকসুর শঙ্কা এমন লাইভে ক্রিকেটারদের জুয়াড়িরা প্রস্তাব দিতে পারে। এমনকি তাদের দাবি এমন প্রস্তাবের প্রমাণও আছে তাদের কাছে! তাই লাইভ নিয়ে এখন তামিমদের যে এখন নতুন করেই ভাবতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইসিসির গাইডলাইন মেনে লাইভ করতে হবে ক্রিকেটারদের

পোস্ট হয়েছে : ১২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাসের কারণে ঘরে বন্দি সময়ে ক্রিকেটারদের ফেসবুক লাইভে এসে আড্ডা দারুণ সাড়া ফেলেছে। বাদ যায়নি বাংলাদেশের ক্রিকেটাররাও। এর মধ্যে অন্যতম বাংলাদেশ ওয়ানডে দলের নয়া অধিনায়ক তামিম ইকবাল।

সাকিব আল হাসান, মুশফিকুর রহীমও লাইভে এসেছেন ভক্তদের জন্য। তবে তামিমের লাইভে বিরাট কোহলি, রোহিত শর্মা, ফাফ ডু প্লেসিরা এসে দারুণ আলোচনার সৃষ্টি করে। শুরুতে বিশ্ব ক্রিকেট সংস্থা (আইসিসি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এমন লাইভের প্রসংশা করে।

তবে ক’দিন আগে এই লাইভ নিয়ে ক্রিকেটারদের সতর্ক বার্তা দিয়েছে আইসিসি। এ বিষয়ে প্রতিটি বোর্ডকে চিঠি দিয়েছে তারা। বিশেষ করে সংস্থাটির দুর্র্নীতি দমন বিভাগের (আকসু) ধারণা লাইভের মাধ্যমে ক্রিকেটারদের জুয়াড়িরা প্রস্তাব দিতে পারে।

এ প্রসঙ্গে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, ক্রিকেটাররা জানেন লাইভে এসে তাদের করণীয় কী। আইসিসি যে চিঠি দিয়েছে তাতে যদি নতুন কিছু থাকে অবশ্যই আমরা তা নিয়ে আলোচনা করবো। আর আমাদের যে গাইডলাইন দেয়া আছে তা মেনেই ক্রিকেটারদের লাইভ করতে হবে।

ক্রিকেটাররা লাইভ করতে পারবে কিনা তা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন, বলেন, এখনই বলতে পারছি না, নিয়মগুলো দেখে বলতে হবে। তবে আমাদের যে গাইডলাইন আছে সেভাবেই তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিত হবে হবে। আইসিসি সতর্ক করেছে, অবশ্য আমরা বিষয়টা দেখছি।

প্রায় ৩ সাস ধরে দেশের সব ধরনের ক্রিকেট স্থগিত রয়েছে। এর মধ্যে তামিম, সাকিব, মুশফিক, মাশরাফিদের মতো তারকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে এসে দারুণ আনন্দ দিয়েছেন ভক্তদের। নিজেদের ক্রিকেট জীবনের নানা কথা, গল্প তুলে ধরেছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা।

তবে আকসুর শঙ্কা এমন লাইভে ক্রিকেটারদের জুয়াড়িরা প্রস্তাব দিতে পারে। এমনকি তাদের দাবি এমন প্রস্তাবের প্রমাণও আছে তাদের কাছে! তাই লাইভ নিয়ে এখন তামিমদের যে এখন নতুন করেই ভাবতে হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২০/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: