আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলকে টপকে গেছে ভারত। এখন যুক্তরাষ্ট্রের পরেই ভারতের অবস্থান। সোমবার (১২ এপ্রিল) আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।
ভারতে এ পর্যন্ত মোট এক কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৭৯ জনের মধ্যে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
ব্রাজিলে করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জন। সংক্রমণের দিক থেকে বিশ্বে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ১৮ হাজার ৫৯১ জন।
করোনা সংক্রমণের দিক থেকে ব্রাজিলের পরে তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে যুক্তরাজ্য, সপ্তম স্থানে তুরস্ক, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি। সেই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।
বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ১৩ কোটি ৬৬ লাখ ৩০ হাজার ৩৫২ জন। করোনায় বিশ্বব্যাপী মোট মৃত্যু হয়েছে প্রায় ৩০ লাখ মানুষের। কোভিড-১৯ থেকে সুস্থ হয়েছেন ১০ কোটি ৯৭ লাখ ৬০ হাজার ৫৭৫ জন।
বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এ