বিজনেস আওয়ার প্রতিবেদক : মঙ্গলবার এবং বুধবার কিছুটা উত্থান হলেও বৃহস্পতিবার (১৮ জুন) পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগের শেয়ার ও ইউনিটর দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৬০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.১৬ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ০.২৭ পয়েন্ট এবং সিডিএসইটি ০.৩৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৯১৮.৫৫ পয়েন্টে, ১৩২৫.৪২ পয়েন্টে এবং ৭৮৪.৮৮ পয়েন্টে।
আজ ডিএসইতে ৬৯ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯ কোটি ২০ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৮৫ লাখ টাকার।
ডিএসইতে আজ ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪টির বা ৬ শতাংশের, শেয়ার দর কমেছে ১৮টির বা ৮ শতাংশের এবং ১৯৭টির বা ৮৬ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছ।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫৪ পয়েন্টে। সিএসইতে আজ ৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১০টির দর বেড়েছে, কমেছে ১৬টির আর ৬২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২০/এস