ঢাকা , বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেক ইস্যুর আবেদনের সময় বাড়িয়েছে সিএসই

  • পোস্ট হয়েছে : ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১
  • 63

বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক নতুন ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যুর আবেদনের সময় বাড়ানো হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ মে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ট্রেক ইস্যুর জন্য আবেদন করা যাবে। এর আগে নতুন ট্রেক ইস্যুর আবেদনের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

করোনা পরিস্থিতির ভয়াবহতার বিবেচনায় উদ্ভুত পরিস্থিতিতে সরকারের নিষেধাজ্ঞা বিবেচনায় আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহ যথাসময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতিতে বাধাঁগ্রস্ত হয়। তাই সিএসই বোর্ড আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহের অনুরোধের ভিত্তিতে সময়সীমা বর্ধিত করে নতুন সময় নির্ধারণ করেছে।

আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহ/প্রার্থীগণ এর নিকট হতে সীলগালা খামের উপরে Offer for TREC লিখে ব্যবস্থাপনা পরিচালক , চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., সিএসই বিল্ডিং, ১০৮০, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., ইউনুস ট্রেড সেন্টার (লেভেল-১৫), ৫২-৫৩, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., বাড়ীর নাম- রওশন, বাড়ী নং-৩২, রোড-৩২,নিকুঞ্জ-০১, ঢাকা-১২২৯, বরাবর দরখাস্ত আবেদন করতে পারবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্ম এবং অন্যান্য আনুষাঙ্গিক তথ্য নিম্নোক্ত লিংক থেকে ডাউনলোড করা যাবেঃ
http://www.cse.com.bd/new.trec_cse_adhttp://www.cse.com.bd/new.trec_cse_ad

বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ট্রেক ইস্যুর আবেদনের সময় বাড়িয়েছে সিএসই

পোস্ট হয়েছে : ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ১২ এপ্রিল ২০২১

বিজনেস আওয়ার প্রতিবেদক : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃক নতুন ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) ইস্যুর আবেদনের সময় বাড়ানো হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নতুন বর্ধিত সময় অনুযায়ী আগামী ৩০ মে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ট্রেক ইস্যুর জন্য আবেদন করা যাবে। এর আগে নতুন ট্রেক ইস্যুর আবেদনের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছিল।

করোনা পরিস্থিতির ভয়াবহতার বিবেচনায় উদ্ভুত পরিস্থিতিতে সরকারের নিষেধাজ্ঞা বিবেচনায় আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহ যথাসময়ে তাদের প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুতিতে বাধাঁগ্রস্ত হয়। তাই সিএসই বোর্ড আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহের অনুরোধের ভিত্তিতে সময়সীমা বর্ধিত করে নতুন সময় নির্ধারণ করেছে।

আগ্রহী আবেদনকারীগণ/প্রতিষ্ঠানসমূহ/প্রার্থীগণ এর নিকট হতে সীলগালা খামের উপরে Offer for TREC লিখে ব্যবস্থাপনা পরিচালক , চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., সিএসই বিল্ডিং, ১০৮০, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম-৪১০০ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., ইউনুস ট্রেড সেন্টার (লেভেল-১৫), ৫২-৫৩, দিলকুশা সি/এ, ঢাকা-১০০০ অথবা চিটাগাং স্টক এক্সচেঞ্জ লি., বাড়ীর নাম- রওশন, বাড়ী নং-৩২, রোড-৩২,নিকুঞ্জ-০১, ঢাকা-১২২৯, বরাবর দরখাস্ত আবেদন করতে পারবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্ম এবং অন্যান্য আনুষাঙ্গিক তথ্য নিম্নোক্ত লিংক থেকে ডাউনলোড করা যাবেঃ
http://www.cse.com.bd/new.trec_cse_adhttp://www.cse.com.bd/new.trec_cse_ad

বিজনেস আওয়ার/১২ এপ্রিল, ২০২১/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: