ঢাকা , বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ক্যারিয়ার নিয়ে রিয়াদকে এখনই সিদ্ধান্ত নিতে হবে

  • পোস্ট হয়েছে : ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • 3

স্পোর্টস ডেস্ক : পিঠের চোট বেশ ভোগাচ্ছে এই অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। যে কারণে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি। একই কারণে ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে বিবেচিত হননি রিয়াদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ বলছে, ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে গেলে এখনই কিছু সিদ্ধান্ত নিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, রিয়াদের যে ইনজুরিটা আছে ব্যাকের, সেটি প্রকট আকার ধারণ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়। এরপর থেকেই ব্যথাটা তাকে অন অ্যান্ড অফ ভোগাচ্ছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা অবশ্যই দরকার মাহমুদউল্লাহ রিয়াদের জন্য।

তিনি বলেন, যেহেতু অনেকদিন ধরে খেলছে, সে নিজেই বোঝে তার শরীর সম্পর্কে। কিছু কিছু সিদ্ধান্ত ওকেই নিতে হবে যে কতটুকু ইন্টেন্সিটিতে বল করলে কিংবা ফিল্ডিং করলে ও নিরাপদ থাকবে। আমাদের কাজ হচ্ছে ওকে চোটমুক্ত রাখার চেষ্টা করা। সে কারণেই নির্বাচকরা সিরিজ থেকে অব্যাহতি দিয়েছে।

দেখতে দেখতে বয়সের কোটা ৩৫ ছুঁয়েছে মাহমুদউল্লাহর। এ অবস্থায় পিঠের চোটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কতটুকু কাজে আসবে? দেবাশিষের মতে, ফিটনেস ধরে রাখতে পারলে আরও অনেকদিন খেলতে পারবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। মাহমুদউল্লাহর অভিজ্ঞতা বড্ড প্রয়োজন বাংলাদেশ দলের।

দেবাশিষ আরও বলেন, আমার মনে হয়না যে ৩৫ এমন বয়স যেটার কারণে ওকে খেলা ছেড়ে দিতে হবে। অবশ্যই ও ফিটনেস ধরে রাখতে পারলে আরও অনেকদিন খেলতে পারবে। আমরা চেষ্টা করব ওর খেলোয়াড়ি জীবন যেন দীর্ঘায়িত করা যায়।

বিজনেস আওয়ার/১৩ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ক্যারিয়ার নিয়ে রিয়াদকে এখনই সিদ্ধান্ত নিতে হবে

পোস্ট হয়েছে : ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : পিঠের চোট বেশ ভোগাচ্ছে এই অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদকে। যে কারণে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি। একই কারণে ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে বিবেচিত হননি রিয়াদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল বিভাগ বলছে, ক্রিকেট ক্যারিয়ার লম্বা করতে গেলে এখনই কিছু সিদ্ধান্ত নিতে হবে মাহমুদউল্লাহ রিয়াদকে।

বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, রিয়াদের যে ইনজুরিটা আছে ব্যাকের, সেটি প্রকট আকার ধারণ করে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়। এরপর থেকেই ব্যথাটা তাকে অন অ্যান্ড অফ ভোগাচ্ছে। দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা অবশ্যই দরকার মাহমুদউল্লাহ রিয়াদের জন্য।

তিনি বলেন, যেহেতু অনেকদিন ধরে খেলছে, সে নিজেই বোঝে তার শরীর সম্পর্কে। কিছু কিছু সিদ্ধান্ত ওকেই নিতে হবে যে কতটুকু ইন্টেন্সিটিতে বল করলে কিংবা ফিল্ডিং করলে ও নিরাপদ থাকবে। আমাদের কাজ হচ্ছে ওকে চোটমুক্ত রাখার চেষ্টা করা। সে কারণেই নির্বাচকরা সিরিজ থেকে অব্যাহতি দিয়েছে।

দেখতে দেখতে বয়সের কোটা ৩৫ ছুঁয়েছে মাহমুদউল্লাহর। এ অবস্থায় পিঠের চোটে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কতটুকু কাজে আসবে? দেবাশিষের মতে, ফিটনেস ধরে রাখতে পারলে আরও অনেকদিন খেলতে পারবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক। মাহমুদউল্লাহর অভিজ্ঞতা বড্ড প্রয়োজন বাংলাদেশ দলের।

দেবাশিষ আরও বলেন, আমার মনে হয়না যে ৩৫ এমন বয়স যেটার কারণে ওকে খেলা ছেড়ে দিতে হবে। অবশ্যই ও ফিটনেস ধরে রাখতে পারলে আরও অনেকদিন খেলতে পারবে। আমরা চেষ্টা করব ওর খেলোয়াড়ি জীবন যেন দীর্ঘায়িত করা যায়।

বিজনেস আওয়ার/১৩ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: