ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আসছে তাহসান-তিশার ‘টোনাটুনির ভালোবাসা’

  • পোস্ট হয়েছে : ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
  • 53

বিনোদন ডেস্ক : পায়ে ফ্র্যাকচার নিয়ে ঘরে বসে থাকতে মন চায়না আবিরের। কিন্তু তার স্ত্রী কুয়াশা কোনোভাবেই ডাক্তারের কথা মতো তিন মাস রেস্ট ছাড়া তাকে ছাড়বে না। শেষ কয়টা দিন স্বামীকে ঘরে আটকানোর জন্য কুয়াশা আরও কঠিন হয়। আর তারা কীভাবে চলবে, সেটার একটা লিস্ট করে।

কুয়াশা বুদ্ধি বের করে তাকে আটকানোর। চেষ্টা করে, একটা গেম খেলে আবিরকে ব্যস্ত রাখার। গেমটা এমন- একজন আরেকজনকে এমন প্রশ্ন করবে, যা তাদের জানা নেই। সেই অজানা উত্তর জানতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের জটিলতা বের হয়ে আসে।

এখান থেকেই আবির-কুয়াশার জীবনের মোড় নেয়। এ ভাবেই এগুতে থাকে ‘টোনাটুনির ভালোবাসা’ শিরোনামের নাটকটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও তানজিন তিশা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ভালোবাসার সংসারের গল্প নিয়ে নাটকটি তৈরি। মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করেই এটি নির্মিত। আগামী ১৪ এপ্রিল আরটিভিতে রাত ১০টায় ‘টোনাটুনির ভালোবাসা’ নাটকটি প্রচার হবে।

বিজনেস আওয়ার/১৩ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আসছে তাহসান-তিশার ‘টোনাটুনির ভালোবাসা’

পোস্ট হয়েছে : ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক : পায়ে ফ্র্যাকচার নিয়ে ঘরে বসে থাকতে মন চায়না আবিরের। কিন্তু তার স্ত্রী কুয়াশা কোনোভাবেই ডাক্তারের কথা মতো তিন মাস রেস্ট ছাড়া তাকে ছাড়বে না। শেষ কয়টা দিন স্বামীকে ঘরে আটকানোর জন্য কুয়াশা আরও কঠিন হয়। আর তারা কীভাবে চলবে, সেটার একটা লিস্ট করে।

কুয়াশা বুদ্ধি বের করে তাকে আটকানোর। চেষ্টা করে, একটা গেম খেলে আবিরকে ব্যস্ত রাখার। গেমটা এমন- একজন আরেকজনকে এমন প্রশ্ন করবে, যা তাদের জানা নেই। সেই অজানা উত্তর জানতে গিয়ে তাদের ব্যক্তিগত জীবনের জটিলতা বের হয়ে আসে।

এখান থেকেই আবির-কুয়াশার জীবনের মোড় নেয়। এ ভাবেই এগুতে থাকে ‘টোনাটুনির ভালোবাসা’ শিরোনামের নাটকটি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাহসান খান ও তানজিন তিশা।

নাটকটি প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ভালোবাসার সংসারের গল্প নিয়ে নাটকটি তৈরি। মূলত পহেলা বৈশাখকে কেন্দ্র করেই এটি নির্মিত। আগামী ১৪ এপ্রিল আরটিভিতে রাত ১০টায় ‘টোনাটুনির ভালোবাসা’ নাটকটি প্রচার হবে।

বিজনেস আওয়ার/১৩ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: