স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি মৌসুমে পাঞ্জাবের বিপক্ষে রাজস্থানের উদ্বোধনী ম্যাচে ক্রিস গেইলের ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন বেন স্টোকস। সেটাকে শুরুতে তেমন গুরুতর মনেই হয়নি। স্টোকস নিজেই যেমন পরের ইনিংসে ব্যাট করতে নেমে গিয়েছিলেন ব্যাট হাতে ওপেন করতে।
তবে পরে অবশ্য জানা যায় বাঁ হাতের তর্জনি ভেঙে গেছে তার। কিন্তু সেই চোট সারাতেই এবার শল্যবিদের ছুড়ির নিচে যেতে হচ্ছে তাকে। যা তাকে মাঠ থেকে ছিটকে দেবে তিন মাসের জন্য। ফলে আইপিএল তো বটেই, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও খেলতে পারবেন না তিনি।
এরপর ঘোষণা দিয়েছিলেন মাঠের বাইরে অবদান রাখার জন্য রাজস্থানের সঙ্গেই থাকবেন তিনি। কিন্তু এখন তাকে ফিরে যেতে হচ্ছে দেশে। শনিবার রাজস্থানের জৈবসুরক্ষা বলয়ে থেকে বেরিয়ে দেশের উদ্দেশে বিমানে উঠবেন তিনি। আগামী সোমবার অস্ত্রোপচার হবে তার আঙুলে।
এ অস্ত্রোপচার থেকে সেরে ওঠতে স্টোকসের চাই ১২ সপ্তাহ। যার ফলে আইপিএলের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ থেকেও ছিটকে দিয়েছে তাকে। তবে এরপর শ্রীলঙ্কা-পাকিস্তানের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ কিংবা ভারতের বিপক্ষে সিরিজে তিনি খেলতে পারবেন।
বিজনেস আওয়ার/১৭ এপ্রিল, ২০২১/এ