স্পোর্টস ডেস্ক : বিশ্বের নানা প্রান্তে থাকা মুসলিমদের ওপর চালানো অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছেন সাবেক জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। বরাবরই অন্যায়, নিপীড়নের প্রতি সোচ্চার ওজিল অনেকটা নিরবেই চালিয়ে যাচ্ছেন মানবতার কাজ।
এবার মুসলিমদের জন্য পবিত্র মাস রমজানে সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তার জন্য তুরস্কের রেড ক্রিসেন্টকে ১ লাখ ২০ হাজার ৭৭০ ডলার অনুদান দিয়েছেন ফেনারবাচের জার্মান মিডফিল্ডার মেসুত ওজিল। খবরটি নিশ্চিত করেছে টার্কিশ নিউজ এজেন্সি আনাদোলু।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২ লাখ ৩৫ হাজার টাকায় কেনা খাবার বিশ্বের বিভিন্ন দেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য পাঠানো হবে। যার একটি অংশ আসবে বাংলাদেশেও। ‘দ্য টার্কিশ রেড ক্রিসেন্ট’ এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশে বসবাসরত ৭৫০টি রোহিঙ্গা শিশুর জন্য খাবার পাঠাবে তারা।
এ প্রসঙ্গে তুরস্কের রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট ড. কেরেম কিনিক জানিয়েছেন, বছরের পর বছর ধরে বিভিন্ন দেশের হাজারো শিশুর মুখে হাসি ফুটিয়ে যাচ্ছেন জার্মানির বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তবে এ নিয়ে ওজিল কখনোই আলোচনায় আসতে চান না।
বিজনেস আওয়ার/১৮ এপ্রিল, ২০২১/এ