বিজনেস আওয়ার প্রতিবেদক (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে এস আলমের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ও মালিক পক্ষ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে। রোববার (১৮ এপ্রিল) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি শফিউল কবির।
তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রশিদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রে হামলা ও প্রতিষ্ঠানের সম্পত্তি নষ্ট করায় এস এস পাওয়ার প্ল্যান্টের চিফ কোঅরডিনেটর ফারুক আহমদ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৪০ জনকে।
উল্লেখ্য, গতকাল শনিবার চট্টগ্রামের বাঁশখালীতে শিল্প গ্রুপ এস আলমের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের বেতন-ভাতা ও ইফতারের সময় বিরতি এবং শুক্রবার কর্মঘণ্টা কমানো নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আরও ২৩ শ্রমিক আহত হন।
বিজনেস আওয়ার/১৮ এপ্রিল, ২০২১/এ