ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এনবিআরে কর হার কমানোসহ বিএসইসির বিভিন্ন দাবি উত্থাপন

  • পোস্ট হয়েছে : ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
  • 85

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়নের স্বার্থে চূড়ান্ত বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত ৩ বছরের লক-ইন এর শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোসহ আরও কিছু দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সাক্ষাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে এসব দাবি উত্থাপন করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় বিএসইসির কমিশনার খোন্দকার কামালউজ্জামান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মো. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম, নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো: সাইফুর রহমানসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো: সাইফুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, আজ এনবিআরের সঙ্গে আলোচনায় বাজেটে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত ৩ বছরের লক-ইন প্রত্যাহার, লভ্যাংশে করমুক্ত আয়ের সীমা বিদ্যমান ৫০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা, তালিকাভূক্ত কোম্পানির ক্ষেত্রেও কর হার কমানো, শেয়ার লেনদেনের উপর উৎসে কর হার ০.০৫% থেকে কমিয়ে ০.০১৫% করা এবং মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫০ থেকে কমিয়ে ৩২.৫০ শতাংশ করার প্রস্তাব করেছেন বিএসইসি চেয়ারম্যান।

তিনি বলেন, শেয়ারবাজারের স্বার্থে বিবেচনায় নেওয়ার জন্য আজ এনবিআর চেয়ারম্যানের কাছে বিএসইসির চেয়ারম্যান দাবিগুলো উত্থাপন করেছেন। এখন এগুলো নিয়ে এনবিআর আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

এনবিআরে কর হার কমানোসহ বিএসইসির বিভিন্ন দাবি উত্থাপন

পোস্ট হয়েছে : ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারের উন্নয়নের স্বার্থে চূড়ান্ত বাজেটে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত ৩ বছরের লক-ইন এর শর্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া তালিকাভুক্ত কোম্পানির কর হার কমানোসহ আরও কিছু দাবি জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) এক সাক্ষাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের কাছে এসব দাবি উত্থাপন করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এসময় বিএসইসির কমিশনার খোন্দকার কামালউজ্জামান, ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ড. মো. মিজানুর রহমান, মো. আব্দুল হালিম, নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো: সাইফুর রহমানসহ এনবিআরের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মো: সাইফুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, আজ এনবিআরের সঙ্গে আলোচনায় বাজেটে অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত ৩ বছরের লক-ইন প্রত্যাহার, লভ্যাংশে করমুক্ত আয়ের সীমা বিদ্যমান ৫০ হাজার টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা, তালিকাভূক্ত কোম্পানির ক্ষেত্রেও কর হার কমানো, শেয়ার লেনদেনের উপর উৎসে কর হার ০.০৫% থেকে কমিয়ে ০.০১৫% করা এবং মার্চেন্ট ব্যাংকের কর হার ৩৭.৫০ থেকে কমিয়ে ৩২.৫০ শতাংশ করার প্রস্তাব করেছেন বিএসইসি চেয়ারম্যান।

তিনি বলেন, শেয়ারবাজারের স্বার্থে বিবেচনায় নেওয়ার জন্য আজ এনবিআর চেয়ারম্যানের কাছে বিএসইসির চেয়ারম্যান দাবিগুলো উত্থাপন করেছেন। এখন এগুলো নিয়ে এনবিআর আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

বিজনেস আওয়ার/১৮ জুন, ২০২০/আরএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: