ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীলঙ্কায় ২১ জনের স্কোয়াডই থাকছে

  • পোস্ট হয়েছে : ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
  • 43

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কথা ছিল শ্রীলঙ্কায় গিয়ে চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে। তবে ২১ সদস্যের দল আর ছোট করবে না বলে জানিয়েছেন, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, আমাদের ভাবনা ছিল এখানে (শ্রীলঙ্কায়) এসে চূড়ান্ত দল দিব। তবে এখন আর আমাদের সেই ভাবনা নেই। আগামীকাল (বুধবার) তো প্রথম ম্যাচ, তার আগে আমরা কোনো দল দিচ্ছি না। ২১ জনের স্কোয়াডই থাকছে।

চূড়ান্ত দল ঘোষণা না করার কারণ হিসেবে নান্নুর ব্যাখ্যা, আমরা চেয়েছিলাম মূল দল ঘোষণা হলে বাইরে যারা থাকবে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু চলমান লকডাউনের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় আমার কোনো দল দিচ্ছি না। সবাইকে আমরা রেখে দিচ্ছি।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে গত ১২ এপ্রিল দেশ ছাড়ে বাংলাদেশ দল। সেখানে ৩ দিনের কোয়ারেন্টাইনের পর দুই দিনের অনুশীলন পর্ব সারে টাইগাররা। এরপর দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের মধ্যে ভাগ হয়ে।

আগামীকাল (২১ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৯ এপ্রিল।

প্রাথমিক স্কোয়াড-
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

বিজনেস আওয়ার/২০ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শ্রীলঙ্কায় ২১ জনের স্কোয়াডই থাকছে

পোস্ট হয়েছে : ১১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য ২১ সদস্যের প্রাথমিক দল দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কথা ছিল শ্রীলঙ্কায় গিয়ে চূড়ান্ত স্কোয়াড দেওয়া হবে। তবে ২১ সদস্যের দল আর ছোট করবে না বলে জানিয়েছেন, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

তিনি বলেন, আমাদের ভাবনা ছিল এখানে (শ্রীলঙ্কায়) এসে চূড়ান্ত দল দিব। তবে এখন আর আমাদের সেই ভাবনা নেই। আগামীকাল (বুধবার) তো প্রথম ম্যাচ, তার আগে আমরা কোনো দল দিচ্ছি না। ২১ জনের স্কোয়াডই থাকছে।

চূড়ান্ত দল ঘোষণা না করার কারণ হিসেবে নান্নুর ব্যাখ্যা, আমরা চেয়েছিলাম মূল দল ঘোষণা হলে বাইরে যারা থাকবে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু চলমান লকডাউনের কারণে বিমান চলাচল বন্ধ থাকায় আমার কোনো দল দিচ্ছি না। সবাইকে আমরা রেখে দিচ্ছি।

উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের সিরিজ খেলতে গত ১২ এপ্রিল দেশ ছাড়ে বাংলাদেশ দল। সেখানে ৩ দিনের কোয়ারেন্টাইনের পর দুই দিনের অনুশীলন পর্ব সারে টাইগাররা। এরপর দুই দিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের মধ্যে ভাগ হয়ে।

আগামীকাল (২১ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আগামী ২৯ এপ্রিল।

প্রাথমিক স্কোয়াড-
মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল খান, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম চৌধুরী, শহীদুল ইসলাম ও কাজী নুরুল হাসান সোহান।

বিজনেস আওয়ার/২০ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: