ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম

  • পোস্ট হয়েছে : ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১
  • 37

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে সুরঙ্গা লাকমলের প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল।

তামিম পরের ওভারে আবার হাঁকান বাউন্ডারি। এমনকি বিশ্বর ওভারেও তাকে খেলতে দেখা যায় সাবলীলভাবে। এই বাঁহাতি পেসারের করা ইনিংসের ষষ্ঠ ওভারে তিন চারের মারে ১৪ রান নেন তামিম। একইসঙ্গে ছুঁয়ে ফেলেন টেস্টে ৪৫৩৭ রান করা মুশফিককে।

বিশ্বর করা পরের ওভারের প্রথম বলে এক রান নিয়ে মুশফিককে ছাড়িয়ে যান তামিম। মুশফিকের সাতটি টেস্ট কম খেলেই এ রান করে ফেলেছেন বাঁহাতি ওপেনার তামিম। রান তোলার গড়েও এগিয়ে তামিম। মুশফিক রান করেছেন ৩৬.৫৮ গড়ে, অন্যদিকে তামিমের রান এসেছে ৩৮.৪৫ গড়ে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
১/ তামিম ইকবাল – ১২০ ইনিংসে ৪৫৩৮* রান, সেঞ্চুরি ৯টি
২/ মুশফিকুর রহীম – ১৩৪ ইনিংসে ৪৫৩৭ রান, সেঞ্চুরি ৭টি
৩/ সাকিব আল হাসান – ১০৬ ইনিংসে ৩৯৩০ রান, সেঞ্চুরি ৫টি
৪/ মুমিনুল হক – ৭৮ ইনিংসে ৩০৪৮ রান, সেঞ্চুরি ১০টি
৫/ হাবিবুল বাশার – ৯৯ ইনিংসে ৩০২৬ রান, সেঞ্চুরি ৩টি

বিজনেস আওয়ার/২১ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মুশফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম

পোস্ট হয়েছে : ১২:৪১ অপরাহ্ন, বুধবার, ২১ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : টেস্ট ক্রিকেটে মুশফিকুর রহিমকে ছাড়িয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে সুরঙ্গা লাকমলের প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি হাঁকান তামিম ইকবাল।

তামিম পরের ওভারে আবার হাঁকান বাউন্ডারি। এমনকি বিশ্বর ওভারেও তাকে খেলতে দেখা যায় সাবলীলভাবে। এই বাঁহাতি পেসারের করা ইনিংসের ষষ্ঠ ওভারে তিন চারের মারে ১৪ রান নেন তামিম। একইসঙ্গে ছুঁয়ে ফেলেন টেস্টে ৪৫৩৭ রান করা মুশফিককে।

বিশ্বর করা পরের ওভারের প্রথম বলে এক রান নিয়ে মুশফিককে ছাড়িয়ে যান তামিম। মুশফিকের সাতটি টেস্ট কম খেলেই এ রান করে ফেলেছেন বাঁহাতি ওপেনার তামিম। রান তোলার গড়েও এগিয়ে তামিম। মুশফিক রান করেছেন ৩৬.৫৮ গড়ে, অন্যদিকে তামিমের রান এসেছে ৩৮.৪৫ গড়ে।

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক
১/ তামিম ইকবাল – ১২০ ইনিংসে ৪৫৩৮* রান, সেঞ্চুরি ৯টি
২/ মুশফিকুর রহীম – ১৩৪ ইনিংসে ৪৫৩৭ রান, সেঞ্চুরি ৭টি
৩/ সাকিব আল হাসান – ১০৬ ইনিংসে ৩৯৩০ রান, সেঞ্চুরি ৫টি
৪/ মুমিনুল হক – ৭৮ ইনিংসে ৩০৪৮ রান, সেঞ্চুরি ১০টি
৫/ হাবিবুল বাশার – ৯৯ ইনিংসে ৩০২৬ রান, সেঞ্চুরি ৩টি

বিজনেস আওয়ার/২১ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: