স্পোর্টস ডেস্ক : দেশের মাটিতে ব্যাট হাতে রাজত্ব দেখালেও দেশের বাইরে সাফল্য ধরা দিচ্ছিল না একেবারেই। এবার সেই খরা কাটালেন মুমিনুল হক। দীর্ঘ প্রতিক্ষার অবসান হলো।
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকিয়েছেন মুমিনুল হক। যেখানে দেশের বাইরে প্রথমবার সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
ইনিংসের ১১১তম ওভারে ধনঞ্জয়া ডি সিলভাকে কাট করে বাউন্ডারি হাকিয়ে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। বিদেশের মাটিতে এটিই তার প্রথম সেঞ্চুরি।
টেস্টে এতোদিন ১০টি শতক নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক ছিলেন, তবে সবগুলোই ছিল দেশের মাটিতে। এনিয়ে সমালোচকদের অনেক কটু কথা শুনতে হয়েছে।
এখন আর কেউ বলতে পারবেন না, মুমিনুল দেশের বাইরে পারেন না। ২২৪ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছানো অধিনায়ক মুমিনুল এ সময় ৯টি চার মারেন।
এদিকে ১১ সেঞ্চুরি নিয়ে সতীর্থ তামিম ইকবালের সঙ্গে ব্যবধান বাড়ালেন তিনি। ৯টি সেঞ্চুরি নিয়ে তামিম আছেন সর্বোচ্চ শতকের তালিকার দ্বিতীয় স্থানে।
বিজনেস আওয়ার/২২ এপ্রিল, ২০২১/এ