স্পোর্টস ডেস্ক : টটেনহামের মাঠে শেষ মুহূর্তে পেনাল্টি না পেলে তিন পয়েন্ট বিসর্জন দিয়ে মাঠ ছাড়তে হতো ওলে গানার সুলশারের শিষ্যদের। ভাগ্য প্রসন্ন থাকায় স্পার্সদের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড।
শুক্রবার (১৯ জুন) প্রত্যাবর্তনের ম্যাচে ইউনাইটেড মুখোমুখি হয় টটেনহামের বিপক্ষে। ম্যাচের শুরুতেই ইউনাইটেড খেই হারিয়ে ফেলে ওল্ড ট্রাফোর্ডের সাবেক কোচ হোসে মরিনহোর দলের বিপক্ষে। ২৭তম মিনিটে বার্গউইনের গোলে এগিয়ে যায় টটেনহাম।
এরপর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে অ্যান্থনি মার্শাল-মার্কাস রাশফোর্ডরা। তবুও গোলের সুযোগ পাচ্ছিল না ইউনাইটেড। অবশেষে রেড ডেভিলদের সুযোগ করে দেন এরিক ডায়ার। ৮০তম নিজেদের পেনাল্টি বক্সে ফাউল করে বসেন টটেনহামের এই ইংলিশ মিডফিল্ডার। পরে পেনাল্টি কিক থেকে ব্যবধানটা ১-১ করেন ব্রুনো ফার্নান্দেজ।
বিজনেস আওয়ার/২০ জুন, ২০২০/এ