ঢাকা , সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা কমে আসছে

  • পোস্ট হয়েছে : ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • 56

স্পোর্টস ডেস্ক : আগামী ৬ মে থেকে ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা । কিন্তু করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের কারণে ফের বন্ধ হয়ে গেছে দেশের ক্রিকেট। এমন অবস্থায় লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা কমে আসছে।

শনিবার (২৪ এপ্রিল) সস্ত্রীক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নেন পাপন। সেখানে টিকা নেওয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটের বিষয়ে কথা বলতে গিয়ে একথা জানান তিনি।

পাপন বলেন, এখন যে পরিস্থিতি তাতে প্রিমিয়ার লিগ শুরু করা কঠিন। এমন পরিস্থিতি আমি ব্যক্রিগতভাবে মনে করি কোনোভাবেই খেলা মাঠে নামানো উচিত হবে না। যতোক্ষণ জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারবো, ততোক্ষণ পর্যন্ত খেলার কোন প্রশ্নই ওঠে না, সেটি একটা টিম হোক বা দশটা টিম হোক।

গত বছরের ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএল। পরের দিনই ঘোষণা আসে আপাতত স্থগিত রাখা হচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় রাউন্ড। পরিস্থিতির অবনতি হলে ২০২০ সালের ১৯ মার্চ বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। এরপর ক্রিকেট ফিরলেও ডিপিএল আর আলো মুখ দেখেনি।

চলতি বছরের ১৪ মার্চ সিসিডিএম থেকে জানানো হয়, আগামী ৬ মে থেকে শুরু হবে স্থগিত থাকা ডিপিএল। তবে এবার ওয়ানডের পরিবর্তে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। করোনাভাইরাসের কারণে সেটিও অনিশ্চিত।

তবে একেবারে আশা ছাড়েননি পাপন। তিনি বলেন, বিসিবি চেষ্টা করে যাচ্ছে। যদি ওরা আমাকে কনভেন্স করতে পারে যে না সুরক্ষা বলয়ে নিশ্চিত করে খেলাটা চালিয়ে যেতে পারবে, তাহলে আমরা খেলব। তবে আমার কাছে মনে হচ্ছে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।

বিজনেস আওয়ার/২৪ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা কমে আসছে

পোস্ট হয়েছে : ০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : আগামী ৬ মে থেকে ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হওয়ার কথা । কিন্তু করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ের কারণে ফের বন্ধ হয়ে গেছে দেশের ক্রিকেট। এমন অবস্থায় লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা কমে আসছে।

শনিবার (২৪ এপ্রিল) সস্ত্রীক রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নেন পাপন। সেখানে টিকা নেওয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্রিকেটের বিষয়ে কথা বলতে গিয়ে একথা জানান তিনি।

পাপন বলেন, এখন যে পরিস্থিতি তাতে প্রিমিয়ার লিগ শুরু করা কঠিন। এমন পরিস্থিতি আমি ব্যক্রিগতভাবে মনে করি কোনোভাবেই খেলা মাঠে নামানো উচিত হবে না। যতোক্ষণ জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারবো, ততোক্ষণ পর্যন্ত খেলার কোন প্রশ্নই ওঠে না, সেটি একটা টিম হোক বা দশটা টিম হোক।

গত বছরের ১৫ মার্চ করোনাভাইরাসের আতঙ্ক মাথায় নিয়ে বেশ ঘটা করে শুরু হয় ডিপিএল। পরের দিনই ঘোষণা আসে আপাতত স্থগিত রাখা হচ্ছে টুর্নামেন্টটির দ্বিতীয় রাউন্ড। পরিস্থিতির অবনতি হলে ২০২০ সালের ১৯ মার্চ বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। এরপর ক্রিকেট ফিরলেও ডিপিএল আর আলো মুখ দেখেনি।

চলতি বছরের ১৪ মার্চ সিসিডিএম থেকে জানানো হয়, আগামী ৬ মে থেকে শুরু হবে স্থগিত থাকা ডিপিএল। তবে এবার ওয়ানডের পরিবর্তে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। করোনাভাইরাসের কারণে সেটিও অনিশ্চিত।

তবে একেবারে আশা ছাড়েননি পাপন। তিনি বলেন, বিসিবি চেষ্টা করে যাচ্ছে। যদি ওরা আমাকে কনভেন্স করতে পারে যে না সুরক্ষা বলয়ে নিশ্চিত করে খেলাটা চালিয়ে যেতে পারবে, তাহলে আমরা খেলব। তবে আমার কাছে মনে হচ্ছে সেই সম্ভাবনা খুবই ক্ষীণ।

বিজনেস আওয়ার/২৪ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: