স্পোর্টস ডেস্ক : কথা ছিল ডেনমার্ক থেকে বিমানে উঠে রোববার সকালে এসে ঢাকা পৌঁছাবেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কিন্তু বিপত্তি বাধে কোপেনহেগেন বিমানবন্দরে এসে। বিমানবন্দরে এসে ফেরত যেতে হলো এই ফুটবলারকে।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা জামাল ভূঁইয়ার। কিন্তু বিমান বন্দরে এসে তিনি জানতে পারেন, যেহেতু বাংলাদেশে এখনও আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়নি। তাই ঢাকায় আসতে হলে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি লাগবে তার।
কিন্তু জামাল ভূঁইয়ার কাছে সেই অনুমতি না থাকায় এমিরেটস এয়ারলাইন্স তাকে বিমানে ওঠার বোর্ডিং পাস দিতে অপারগতা প্রকাশ করে। ফলে অগত্যা হয়েই বিমানবন্দর থেকে নিজের বাসায় ফেরত যেতে বাধ্য হন তিনি।
উল্লেখ্য, ৩০ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা। সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে লিগে অংশ নেয়ার জন্যই ঢাকায় ফিরতে চেষ্টা করছিলেন জামাল। কিন্তু করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় তা আর সম্ভব হচ্ছে না তার পক্ষে।
বিজনেস আওয়ার/২৫ এপ্রিল, ২০২১/এ