ঢাকা , রবিবার, ০৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘রাধে’-তে সালমানের পোশাক বিতর্ক!

  • পোস্ট হয়েছে : ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • 94

বিনোদন ডেস্ক : হলের দর্শকের চোখ এড়ানো গেলেও নেটিজেনদের নজর এড়িয়ে যাওয়া অসম্ভব। আর সেকথাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান।

সদ্য অবমুক্ত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর এক ঝলকেই পোশাক নকলের বিষয়টি ধরে ফেলেছেন তার ভক্তরা। ‌’রেস-থ্রি’র একটি কমপ্লিট স্যুট সালমান ব্যবহার করেছেন ছবিটিতে।

এক ভক্ত বিশ্লেষণে দেখিয়ে বলেছেন, নায়িকা বদলেছে, ছবি বদলেছে তবে বদলায়নি ভাইজানের পোশাক। তাই পুরনো ছবির স্ট্রাইপ স্যুটেই ফের ‘রাধে’তে ধরা দিয়েছেন সালমান খান।

‘রেস থ্রি’ ছবিতে সালমানের নায়িকা ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, অন্যদিকে ‘রাধে’ ছবিতে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। এটা নিয়েও মিম হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে পুলিশের বীরত্ব উঠে আসবে। যার ভূমিকায় আছেন সালমান নিজেই। অন্যদিকে, ছবির কাস্টিং মনে করিয়ে দিচ্ছে নায়কের ‘কিক’ ছবিকেও। কারণ এখানেও রণদীপ হুদার সঙ্গে সালমানের চোর-পুলিশ খেলাটা থাকছে।

উল্লেখ্য, আগামী ১৩ মে থিয়েটারের পাশাপাশি জি-প্লেক্স ও জি ফাইভে মুক্তি পাবে ছবিটি। ‘রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ প্রযোজনার দায়িত্বে রয়েছে সোহেল খান ফিল্মস, সালমান খান ফিল্মস ও রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড।

বিজনেস আওয়ার/২৫ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘রাধে’-তে সালমানের পোশাক বিতর্ক!

পোস্ট হয়েছে : ০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১

বিনোদন ডেস্ক : হলের দর্শকের চোখ এড়ানো গেলেও নেটিজেনদের নজর এড়িয়ে যাওয়া অসম্ভব। আর সেকথাই এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বলিউড ভাইজান সালমান খান।

সদ্য অবমুক্ত ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর এক ঝলকেই পোশাক নকলের বিষয়টি ধরে ফেলেছেন তার ভক্তরা। ‌’রেস-থ্রি’র একটি কমপ্লিট স্যুট সালমান ব্যবহার করেছেন ছবিটিতে।

এক ভক্ত বিশ্লেষণে দেখিয়ে বলেছেন, নায়িকা বদলেছে, ছবি বদলেছে তবে বদলায়নি ভাইজানের পোশাক। তাই পুরনো ছবির স্ট্রাইপ স্যুটেই ফের ‘রাধে’তে ধরা দিয়েছেন সালমান খান।

‘রেস থ্রি’ ছবিতে সালমানের নায়িকা ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, অন্যদিকে ‘রাধে’ ছবিতে ২৭ বছরের ছোট দিশা পাটানির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে। এটা নিয়েও মিম হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে পুলিশের বীরত্ব উঠে আসবে। যার ভূমিকায় আছেন সালমান নিজেই। অন্যদিকে, ছবির কাস্টিং মনে করিয়ে দিচ্ছে নায়কের ‘কিক’ ছবিকেও। কারণ এখানেও রণদীপ হুদার সঙ্গে সালমানের চোর-পুলিশ খেলাটা থাকছে।

উল্লেখ্য, আগামী ১৩ মে থিয়েটারের পাশাপাশি জি-প্লেক্স ও জি ফাইভে মুক্তি পাবে ছবিটি। ‘রাধে ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ প্রযোজনার দায়িত্বে রয়েছে সোহেল খান ফিল্মস, সালমান খান ফিল্মস ও রিল লাইফ প্রোডাকশন প্রাইভেট লিমিটেড।

বিজনেস আওয়ার/২৫ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: