ঢাকা , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

মেসিকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব পিএসজির

  • পোস্ট হয়েছে : ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
  • 0

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে পিএসজি রীতিমতো উড়ছে। সেই সাথে দলবদল নিয়েও এখন থেকেই আঁটঘাট বেঁধে নেমেছে দলটি। বেশ কিছু ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান গণমাধ্যম জানাচ্ছে, মেসিকে পেতে ইতোমধ্যেই অকল্পনীয় প্রস্তাব দিয়ে ফেলেছে ক্লাবটি।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, চলতি বছরের ৩০ জুন মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়েব যাবে। আর্জেন্টাইন কিংবদন্তির পরবর্তী গন্তব্য হতেই পিএসজির এত দৌড়ঝাঁপ। মেসিকে দলে ভেড়াতে পিএসজি নিজেদের আর্থিক স্বচ্ছলতার বিষয়টিকে কাজে লাগাচ্ছে।

ব্রাজিলের টিএনটি স্পোর্টস জানাচ্ছে, মেসিকে দলে পেতে পিএসজি ইতোমধ্যেই একটা দুই বছরের চুক্তি পেশ করেছে। সেখানে সব মিলিয়ে অর্থের অঙ্কটা এতটাই বেশি যে বিশ্বের আর কোনো দলই এমন বড় বেতন দিয়ে রাখার কথা কল্পনাতেও আনতে পারবে না!

শেষ ছয় বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ মেসিকে কেবল বঞ্চিতই করে এসেছে। শিরোপাটা ন্যু ক্যাম্পে ফেরাতে বার্সেলোনার কাছে মেসির চাওয়া ছিল প্রয়োজনীয় কিছু দলবদল, যেসব খেলোয়াড় দলে এসে দলকে আরও শক্তিশালী করবেন। তার সঙ্গে একটা উচ্চাভিলাষী ক্রীড়া প্রকল্প।

পিএসজির বিশ্বাস, মেসির চাহিদার মতো পিএসজিরও চাহিদা একই। উচ্চাভিলাষী ক্রীড়া প্রকল্প আর চ্যাম্পিয়ন্স লিগের তীব্র ইচ্ছা। গেল মৌসুমে দলটি খেলেছে ফাইনাল আর এবারও সেমিফাইনালে খেলেছেন নেইমাররা। এ কারণেই মেসিকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে দলটি।

কিন্তু মেসি নিজে এ বিষয়ে এখনো মুখ খোলেননি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের বিশ্বাস, বার্সার কোপা দেল রে জয় আর স্প্যানিশ লিগের পথে এগিয়ে যাওয়ার বিষয়টা তাকে রাখার ক্ষেত্রে কাতালান ক্লাবটির পক্ষে নিয়ামক হিসেবে কাজ করতে পারে।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাও তাকে দলে রাখতে মরিয়া। ছয় বারের ব্যালন ডি’অর জয়ীর বাবার সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। মৌসুম শেষ হতে বাকি এক মাস আর মেসির চুক্তির বাকি দুই মাস। এ সময়ে আলোচনা-দরকষাকষির অনেক দূর এগোতে হবে।

বিজনেস আওয়ার/২৮ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেসিকে পেতে অবিশ্বাস্য প্রস্তাব পিএসজির

পোস্ট হয়েছে : ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১

স্পোর্টস ডেস্ক : চলতি মৌসুমে পিএসজি রীতিমতো উড়ছে। সেই সাথে দলবদল নিয়েও এখন থেকেই আঁটঘাট বেঁধে নেমেছে দলটি। বেশ কিছু ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান গণমাধ্যম জানাচ্ছে, মেসিকে পেতে ইতোমধ্যেই অকল্পনীয় প্রস্তাব দিয়ে ফেলেছে ক্লাবটি।

স্প্যানিশ সংবাদ মাধ্যম জানাচ্ছে, চলতি বছরের ৩০ জুন মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়েব যাবে। আর্জেন্টাইন কিংবদন্তির পরবর্তী গন্তব্য হতেই পিএসজির এত দৌড়ঝাঁপ। মেসিকে দলে ভেড়াতে পিএসজি নিজেদের আর্থিক স্বচ্ছলতার বিষয়টিকে কাজে লাগাচ্ছে।

ব্রাজিলের টিএনটি স্পোর্টস জানাচ্ছে, মেসিকে দলে পেতে পিএসজি ইতোমধ্যেই একটা দুই বছরের চুক্তি পেশ করেছে। সেখানে সব মিলিয়ে অর্থের অঙ্কটা এতটাই বেশি যে বিশ্বের আর কোনো দলই এমন বড় বেতন দিয়ে রাখার কথা কল্পনাতেও আনতে পারবে না!

শেষ ছয় বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগ মেসিকে কেবল বঞ্চিতই করে এসেছে। শিরোপাটা ন্যু ক্যাম্পে ফেরাতে বার্সেলোনার কাছে মেসির চাওয়া ছিল প্রয়োজনীয় কিছু দলবদল, যেসব খেলোয়াড় দলে এসে দলকে আরও শক্তিশালী করবেন। তার সঙ্গে একটা উচ্চাভিলাষী ক্রীড়া প্রকল্প।

পিএসজির বিশ্বাস, মেসির চাহিদার মতো পিএসজিরও চাহিদা একই। উচ্চাভিলাষী ক্রীড়া প্রকল্প আর চ্যাম্পিয়ন্স লিগের তীব্র ইচ্ছা। গেল মৌসুমে দলটি খেলেছে ফাইনাল আর এবারও সেমিফাইনালে খেলেছেন নেইমাররা। এ কারণেই মেসিকে দলে ভেড়াতে মরিয়া হয়ে উঠেছে দলটি।

কিন্তু মেসি নিজে এ বিষয়ে এখনো মুখ খোলেননি। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমের বিশ্বাস, বার্সার কোপা দেল রে জয় আর স্প্যানিশ লিগের পথে এগিয়ে যাওয়ার বিষয়টা তাকে রাখার ক্ষেত্রে কাতালান ক্লাবটির পক্ষে নিয়ামক হিসেবে কাজ করতে পারে।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তাও তাকে দলে রাখতে মরিয়া। ছয় বারের ব্যালন ডি’অর জয়ীর বাবার সঙ্গে ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন। মৌসুম শেষ হতে বাকি এক মাস আর মেসির চুক্তির বাকি দুই মাস। এ সময়ে আলোচনা-দরকষাকষির অনেক দূর এগোতে হবে।

বিজনেস আওয়ার/২৮ এপ্রিল, ২০২১/এ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: