বিজনেস আওয়ার ডেস্ক : গ্রীষ্মকালে নানা কারনে ত্বকে পড়তে পারে কালো দাগ। যা দেখতে খুবই খারাপ লাগে। অনেকের আবার ত্বকে রোদে পোড়া কালো ছোপ ছোপ দাগ পড়ে। ত্বকের দাগ দূর করতে আপনি ত্বকে ব্যবহার করতে পারেন আলু।
আলুর ব্যবহারে আপনার ত্বক উজ্জ্বল হয়। আলুর ব্যবহারে মুখের দাগও কমে। গ্রীষ্মে ত্বকের যত্ন নিতে আপনি আইস কিউব ব্যবহার করতে পারেন। আসুন জেনে নিই কীভাবে ত্বকে আলু আইস কিউব ব্যবহার করবেন।
চলুন পাঠক জেনে নিন কীভাবে তৈরি করবেন এই আইস কিউব-
প্রথমে একটি আলু পেস্ট করে নিন। এর সঙ্গে লেবুর রস বা ভিটামিন ই ক্যাপসুল মেশাতে পারেন। এরপরে আলু থেকে রস বের করে আইস ট্রে তে রাখুন। আলুর রসে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে আইস ট্রে ফ্রিজে রেখে দিন।
আইস কিউব মুখে লাগানোর জন্য সুতি কাপড় বা টিস্যু ব্যবহার করুন। দুই দিনের ব্যবধানে ব্যবহার করুন। আলুতে রয়েছে প্রাকৃতিক ব্লিচ। এতে ত্বকের দাগ দূর হবে এবং ত্বক উজ্জ্বল করতে সহায়তা করবে।
বিজনেস আওয়ার/২০ জুন, ২০২০/এ