বিজনেস আওয়ার প্রতিবেদক : বিশ্বে একদিনে সর্বোচ্চ করোনা শনাক্তের রেকর্ড বইয়ে আগেই নিজেদের নাম লিখিয়েছে ভারত। এবার শনাক্তের আরো উচ্চতায় উঠেছে দেশেটি। অর্থাৎ একদিনে দেশটিতে ৩ লাখ ৮৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) ‘দ্য হিন্দু’ পত্রিকার অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সবশেষ তথ্য নিয়ে ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮৭ লাখ ৫৫ হাজার ১২৬।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত ভারতে এক দিনে ৩ হাজার ৪৪৩ জন করোনায় আক্রান্ত রোগী মারা যান। অবশ্য আগের দিন বুধবার দেশটিতে করোনায় মারা যান ৩ হাজার ৬৪৫ জন। সবশেষ মৃত্যুর এই সংখ্যা নিয়ে ভারতে করোনায় মোট প্রাণহানি দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ২৫৫ জন।
গতকাল রাত ১১টা নাগাদ ভারতে এক দিনে ৩ লাখ ৮৬ হাজার ৭৯৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ভারতে আগে কখনো এক দিনে এত করোনা রোগী শনাক্ত হয়নি। শুধু তা-ই নয়, বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত এক দিনে এত করোনা রোগী আগে কখনো শনাক্ত হয়নি। আগের দিন বুধবার ভারতে ৩ লাখ ৭৯ হাজার ২৫৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ডটি ২২ এপ্রিলের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
ওয়ার্ল্ডোমিটারস শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারসের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৫ কোটি ১১ লাখ ১৭ হাজার ৬৭৯। বিশ্বে করোনায় মোট মারা গেছেন ৩১ লাখ ৭৯ হাজার ১৮৭ জন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩০ লাখ ৪৪ হাজার ৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৫ লাখ ৮৯ হাজার ২০৭ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সম্প্রতি সংক্রমণের দিক দিয়ে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত। ব্রাজিলে এখন পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৪ লাখ ১ হাজার ৪১৭ জন।
ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানার পরিস্থিতিও অবনতিশীল।
গতকাল স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে ৬৬ হাজার ১৫৯, কেরালায় ৩৮ হাজার ৬০৭ জন ও উত্তর প্রদেশে ৩৫ হাজার ১৫৬ জনের।
বিজনেস আওয়ার/৩০ এপ্রিল, ২০২১/কমা